Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

# সৃষ্টি সাহিত্য যাপন
ক্রন্দসী
আমার জমাট বাঁধা অভিমানের ধূসর পাহাড়,  ছুঁতে চেয়েছে তোমার লাজুক মেঘের ঘোমটা ঢাকা দুটি ঠোঁটের বাহার। দুর্নিবার আশা বার বার শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়ে ঝরে পড়েছে দুচোখ বেয়ে! হয়তো আমার দুচোখ মেলে দেখা তোম…

 


# সৃষ্টি সাহিত্য যাপন


ক্রন্দসী


আমার জমাট বাঁধা অভিমানের ধূসর পাহাড়, 

 ছুঁতে চেয়েছে তোমার লাজুক মেঘের ঘোমটা ঢাকা দুটি ঠোঁটের বাহার। 

দুর্নিবার আশা বার বার শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়ে ঝরে পড়েছে দুচোখ বেয়ে! 

হয়তো আমার দুচোখ মেলে দেখা তোমার কাছে একঘেয়ে..... 

দুচোখের সেই বৃষ্টি ধারায় চান করে

ধূসর পাহাড় হয় সবুজ, 

খরস্রোতা মন আমার উদ্দাম বেগে ছোটে, 

কেন যে এত অবুঝ? 

আমার পাহাড়ের বুক চিরে ঝরে শীতল ঝর্ণা ধারা...... 

নিমেষে তোমার প্রত্যাখ্যানকে ভাসিয়ে দিতে উদ্যত 

সে পাগল পারা, আপন হারা! 

হয়তো এই ভালোবাসার প্রেক্ষাপট

বড়ই গভীর নীল, 

মরীচিকা ভেবে ধূসর মরুতে খোঁজে মন ভালোবাসা অনাবিল।। 

                  

                         © সুভাষ মিত্র ✍