Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনযদি মনে পড়ে মিঠুন মণ্ডল৯/১২/২০২০********************সময় যদি থেমে যায়আমি যদি হারিয়ে যাই চিরতরে,তবে খুঁজে নিও সেই পুরোনো কৃষ্ণচূড়ার তলেযেখানে দেখেছিলাম প্রথম তোমায়।খুঁজে দেখো নদীর পাড়েযেখানে তোমার আমার  দি…



 সৃষ্টি সাহিত্য যাপন

যদি মনে পড়ে

 মিঠুন মণ্ডল

৯/১২/২০২০

********************

সময় যদি থেমে যায়

আমি যদি হারিয়ে যাই চিরতরে,

তবে খুঁজে নিও সেই পুরোনো কৃষ্ণচূড়ার তলে

যেখানে দেখেছিলাম প্রথম তোমায়।

খুঁজে দেখো নদীর পাড়ে

যেখানে তোমার আমার  দিনগুলো

কেটেছিল একান্তে।

তোমার খোঁপায় গুঁজে দিতাম লাল পলাশ,

তাকে জানতে চেয়ো

সে কি থাকবে আমার অপেক্ষায়;

নাকি সে অন্য কাউকে পেয়ে

আরোও রঙ্গিন হয়ে ফুটে উঠবে আনন্দে!

পরন্ত বিকেলে তোমায় নিয়ে ভাবনার জাল বুনতাম,

দিগন্তের রক্তিম আভায়...

রাঙিয়ে দিতাম তোমার ললাট;

তাকে বলে দেবে-

সে যেন আরও সিঁদুরে রাঙা হয়ে

আরোও উজ্জ্বল করে তোলে পরন্ত বিকেলকে।

শিশিরে ভেজা সকাল

যেন থাকে না মুখ ভার করে,

তাকে হেসে উঠতে বলবে আপন ছন্দে।

আমার কবিতা, অনুভূতি,আবেগগুলো

রেখে যাব তোমার জন্য;

তারাই তোমার নিত্যদিনের সঙ্গী।

তারপরও যদি মনে পড়ে

তবে চলে এসো ময়ূরাক্ষীর তটে,

যেখানে ছাই হয়ে মিশে গেছি ধরণীর বুকে;

সেখানে এসে দীর্ঘ নিঃশ্বাস নিও স্মরণে....

আমি তোমায় ধরা দেব তোমার ঘ্রাণে।।