Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
#মৌমাছি আছে তাই আছি 
ডা.শামস রহমান ৫ পৌষ'১৪২৭;২০/১২/২০
মৌমাছি আছে তাই পৃথিবীতে আছি,ফুল ফল সৌরভেঅলি প্রজাপতি মিলে কেশর পরাগে,দেখি কত সুন্দর ভবে!এ জগতের ফুল ফল যত আহার বাহার,সবই হলো কিঞ্জলেঅন্ন বস্ত্র যত সমস্ত…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


#মৌমাছি আছে তাই আছি 


ডা.শামস রহমান 

৫ পৌষ'১৪২৭;২০/১২/২০


মৌমাছি আছে তাই পৃথিবীতে আছি,ফুল ফল সৌরভে

অলি প্রজাপতি মিলে কেশর পরাগে,দেখি কত সুন্দর ভবে!

এ জগতের ফুল ফল যত আহার বাহার,সবই হলো কিঞ্জলে

অন্ন বস্ত্র যত সমস্ত কিছু,জন্ম হলো যে তাদের হুলে!

পরাগায়নে উৎপত্তি মধুপের বুৎপত্তি,মধুকর দোলে হিল্লোলে

চারিদিকে চেয়ে দেখি কি অপূর্ব সৃষ্টি,রঙের সমারোহে সুর তোলে।


ওরে ও মৌমাছি কি আনন্দে নাচানাচি,কত না মাখামাখি করিস

বাতাস বলে যেন থাকনা আনাগোনা,দুটি নয়ন তার ভরিস।

অমন দু'টি পাখা কি মধুমাখা,ঘুরে ফিরে মনতো আর ভরে না

একই অভিলাষে ভ্রমরও নাচে ফুলে,সুর তোলে আঙিনায় 

তোরা আছিস দেখে বাঁচি পৃথিবীতে,নয়তো শেষ হতো মানব সমষ্টি

স্ব-পরাগায়ন পর-পরাগায়নে,উদ্ভব ফুল ফলে উদ্ভিদ প্রজাতি গোষ্ঠী!


এ ভুবন যত মোহময় মায়াবী,সবটুকু তো তোরই অবদান

ধ্বংস হবে পৃথিবীর মানুষ,মধুলিহ যেদিন করবে না বিচরণ 

পরিধেয় বস্ত্র যত তুলায় প্রস্তুত,লজ্জা নিবারণে আবরণ

সে শিল্প রঁচে মধুকর কি শ্রমে,গার্মন্টেসের যত গুনগান

তাদের শুরুত্ব পৃথিবীর পথ প্রান্তরে,বেঁচে থাকো মধুমক্ষিকা

সভ‍্যতার বিবর্তনে কাছে থাকবে প্রকৃতি,করবে চিরকাল তার প্রতীক্ষা।


                     ***********

*সূরা আন-নাহল এর আয়াতটি হলো- ‘ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুইঊতাও ওয়া মিনাশ শাজ্বারি ওয়া মিম্মা ইয়ারিশুন।’


*বাংলা অর্থ- ‘আপনার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন যে, মৌচাক বানিয়ে নাও পাহাড়ে,বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মান করে, তাতে।’


*আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘মৌমাছি যদি না থাকে, তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে চার বছর।’


#কবিস্বত্ব_সংরক্ষিত।