Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন✍️ ম্যাহেক১৮.১২.২০২০
অন্তরে একজন.........বাইরে অভিনয়ের জীবন.......ষোড়শপচারে সবটুকু নিংড়ে দিলেও বলে নারী ছলনাময়ীর মতন.............ঈশ্বরের নারী সৃষ্টির কী অদ্ভুত ধরণ!!
প্রতিমাতেই প্রতি মা বর্তমান সেই নারীকেই কেন কর…

 


সৃষ্টি সাহিত্য যাপন

✍️ ম্যাহেক

১৮.১২.২০২০


অন্তরে একজন.........

বাইরে অভিনয়ের জীবন.......

ষোড়শপচারে সবটুকু নিংড়ে দিলেও 

বলে নারী ছলনাময়ীর মতন.............

ঈশ্বরের নারী সৃষ্টির কী অদ্ভুত ধরণ!!


প্রতিমাতেই প্রতি মা বর্তমান 

সেই নারীকেই কেন কর?? বেশ্যা বলে অপমান?? 


মা, কন্যা, বন্ধু, ভগ্নী সবাই নিজের কর্তব্যে স্বতন্ত্র, 

যে নারীকে বিধবা, অচ্ছুৎ বলে সরিয়ে রেখেছ দূরে, রাতের অন্ধকারে তাদেরই আঁচল ধরে কিভাবে দাও টান?


অথচ দেবীর বোধনে নতুন পাঞ্জাবী আর সোনার চেনে, ফিতে কেটে, মাটির মূর্তিকে দাও মান?


মনে রেখো, সন্ধিপুজোয় ১০৮ নীলপদ্মে, রামচন্দ্র সেই মৃন্ময়ীকেই মন্ত্রে জাগিয়ে চিন্ময়ীতে পরিণত করে দিয়েছিলেন প্রাণ।


প্রয়োজনে তৃতীয় নয়নে জ্বলে দেবীর রোষাগ্নি বান।


নারী = মান, সম্মান, প্রাণ