সৃষ্টি সাহিত্য যাপনকবিতা আশা প্রত্যাশা*************স্বপ্ন পূরণের যত আশা প্রত্যাশা,পূরণ না হলেই বাড়ে মনের হতাশা।আশা তবু থাকে মনের ভেতরে,প্রত্যাশা কিন্তু অপরের 'পরে।
আশা পূরণ হলে বাড়ে আনন্দ,প্রত্যাশা না পুরোলে নিরানন্দ।ভুলে যাই…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
আশা প্রত্যাশা
*************
স্বপ্ন পূরণের যত আশা প্রত্যাশা,
পূরণ না হলেই বাড়ে মনের হতাশা।
আশা তবু থাকে মনের ভেতরে,
প্রত্যাশা কিন্তু অপরের 'পরে।
আশা পূরণ হলে বাড়ে আনন্দ,
প্রত্যাশা না পুরোলে নিরানন্দ।
ভুলে যাই প্রত্যাশা অন্যের কাছে,
নিজেকেই ছোট করে সবার মাঝে।
জীবনের গতিপথে দুটোই লাগে,
আশা মনেতে বাড়ে, প্রত্যাশা জাগে।
আশার ছলনে ভুলে মরে মন চাষা,
প্রত্যাশা পূরণেই লাগে সব খাসা ।
প্রত্যাশা ছাড়লে মনের মুক্তি,
থাকে না বাঁধন কোনো, না রয় যুক্তি ।
মনের কুহেলি বাড়ে আশা নিরাশায়,
তবুও বাঁচে মানুষ বিপুল প্রত্যাশায় ।
✍️পম্পা বন্দ্যোপাধ্যায়
19.12.20