Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতাঃ একাকী কলমেঃ শর্মিলা রায় তারিখঃ ১৮/১২/২০
তুমি ছাড়া কেউ নেই তোমার।আমি ছাড়া আমার নেই কেউ---এই সারসত্য মেনে নিতে পারলে,জল- কাদা- জঞ্জাল সরিয়ে, জীবনের পিচ্ছিল পথে এগিয়েযাওয়া যায় অবলীলায়। চলার পথে মেলে যদি কো…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতাঃ একাকী 

কলমেঃ শর্মিলা রায় 

তারিখঃ ১৮/১২/২০


তুমি ছাড়া কেউ নেই তোমার।

আমি ছাড়া আমার নেই কেউ---

এই সারসত্য মেনে নিতে পারলে,

জল- কাদা- জঞ্জাল সরিয়ে, 

জীবনের পিচ্ছিল পথে এগিয়ে

যাওয়া যায় অবলীলায়। 

চলার পথে মেলে যদি কোনও

সহমর্মিতার হাত, জেনো সে তোমার

উপরি পাওনা।

তোমার ভিতরের সুপ্ত প্রতিভার আগুন

জ্বালিয়ে রেখো অনির্বার।

সে আগুনের আঁচে নিজেকে সেঁকে 

নিও নিত্য, দুটিবেলা।

কে বলতে পারে, হয়ত বা তুমিই একদিন

হয়ে উঠবে, নব শিল্পকলার কারিগর!

তোমার সৃষ্টির সোপান বেয়ে

শত শত প্রতিভার বিচ্ছুরণ ঘটবে

শিল্পের সারস্বত আঙিনায়।

তুমি তোমার ছোট্ট জীবন পরিসর

আলোকিত করবে আপন মহিমায়।

এই পৃথিবীতে জন্মের দায় তোমার নেই,

কিন্তু রয়ে গেছে অলিখিত কর্মের দায়।

তাই ক্ষুদ্র সৃষ্টির মধ্যে দিয়ে, নির্ভিক চিত্তে

একাকী তোমার দায়ভার সম্পূর্ণ কোরে যেও তুমি।

এই মৃত্তিকার বুকে আসা আর যাওয়ার মাঝের

সংক্ষিপ্ত সময়ের গায়ে লেপে দিও তোমার চেতনার রঙ।