Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ - কবিতা শিরোনাম -স্বপ্নের বিজয়কলমে -মলয় চ্যাটার্জী তারিখ -১৬/১২/২০২০
রাস্তার পাশে উলঙ্গ দেহে ক্ষত,অবোধ শিশুটি  কেঁদে চলেছিলো  তখনো  অবিরত ।খাবার চাই খাবার মায়ের  দুধ,খুবলে নিয়েছে সে  বুক ওরা  নরপিশাচ নখরায়ুধ।এমন হাজারো ছবির …

 


বিভাগ - কবিতা 

শিরোনাম -স্বপ্নের বিজয়

কলমে -মলয় চ্যাটার্জী 

তারিখ -১৬/১২/২০২০


রাস্তার পাশে উলঙ্গ দেহে ক্ষত,

অবোধ শিশুটি  কেঁদে চলেছিলো  তখনো  অবিরত ।

খাবার চাই খাবার মায়ের  দুধ,

খুবলে নিয়েছে সে  বুক ওরা  নরপিশাচ নখরায়ুধ।

এমন হাজারো ছবির বিনিময়,

তিরিশ লক্ষ শহীদ নির্ভীক জীবন দানে  দীপ্তিময়। 

নাগপাশ মুক্তির  বিজয় আজ,

বাংলার আকাশে ভাসে জাতীয় সূর্য স্বাধীন রাজ।

শ্যামলা পথ প্রান্তরে ছুটে চলা,

ভাটিয়ালী লালন সাঁই মায়ের  ভাষায় কথা বলা।

স্বপ্ন ছিলো বাঁচার স্বাধীনতা,

নদীর ভাঙা গড়ায় পাখির কলতানে জীবন কবিতা।

হদয় উপত্যকা জুড়ে বিজয়, 

পরাধীন রাতের তারারা স্বাধীন দিনেও উজ্জ্বল অক্ষয়। 

শুভেচ্ছা অনন্ত বাংলাদেশ তোমায়,

ছুটে চলো বিজয় কেতনে বিশ্ব মাঝে নিরন্তর ভালোবাসায় ।