Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি সাহিত‍্য যাপন#শিরোনাম:-কামনা  #কলমে :- নির্মল বরাট #বিভাগ:-গদ‍্যকবিতা#তাং:-16/12/2020
আমি আমার মধ‍্যে হারাতে চাই না,আমার আমি ক্ষয়ে ক্ষয়ে বিলীন তোমার তুমিতে ;-নিঃসঙ্গ  স্পন্দিত নিষ্পাপ একলা আমার চেনা- গলির মোড় সোজা এসে মাথা…

 


#সৃষ্টি সাহিত‍্য যাপন

#শিরোনাম:-কামনা 

 #কলমে :- নির্মল বরাট 

#বিভাগ:-গদ‍্যকবিতা

#তাং:-16/12/2020


আমি আমার মধ‍্যে হারাতে চাই না,

আমার আমি ক্ষয়ে ক্ষয়ে বিলীন তোমার তুমিতে ;-

নিঃসঙ্গ  স্পন্দিত নিষ্পাপ একলা আমার চেনা- গলির মোড় সোজা এসে মাথা কুঁটে তোমার উঠোনে।আর তোমার তুমি খোলা বাতায়ন দিয়ে বিলীন হয়ে যাও,-সুদূর সাতরঙা আকাশে।

আমি আমার বৃষ্টি চাই না,

আমার একান্ত অনুরাগের বৃষ্টি ঝরে পড়ুক তোমার স্পর্শ মেখে ; বৃষ্টি বিভোর গন্ধ ছড়াক সারা মহলে।

আমিত্ব হারানো অক্সিজেন বড়োই দরকার আজ ;-

আমিত্বের অক্সিজেনটা কার্বন হয়ে ঘিরে ধরেছে পৃথিবীটাকে; কুয়াশায় জড়ানো তার মুখ।

কুয়াশা ভেজা সকালে ঘুমের ক্লান্তি সরিয়ে তুমিও -

বলে উঠো -আমি আমার মধ‍্যে হারাতে চাই না।

মাতৃ জঠরে স্থাপিত হোক সমান্তরাল পৃথিবীর ভ্রুণ;

শিশুর চোখে কৌতুহল জেগে উঠুক --

নতুন পৃথিবীর।