Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা    :    সেইখানে মোহানাকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ১৭ , ১২ , ২০২০
দুয়ারে প্রস্তুত গাড়ি ,দু'চোখের পাতা শিশিরের জলে ভারী ।অকাল শ্রাবণের জলভরা মেঘেমাথার ওপর আকাশখানা যায় ঢেকে ;শকুনেরা উড়ছে শনশন…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা    :    সেইখানে মোহানা

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১৭ , ১২ , ২০২০


দুয়ারে প্রস্তুত গাড়ি ,

দু'চোখের পাতা শিশিরের জলে ভারী ।

অকাল শ্রাবণের জলভরা মেঘে

মাথার ওপর আকাশখানা যায় ঢেকে ;

শকুনেরা উড়ছে শনশন পাখনায় ,

আমার চোখের তারায় সাঁঝের ছায়া ঘনায় ;

প্রলম্বিত এই ছায়ার টানেই জানি নামবে আঁধার ,

আমার বুকের 'পরে কথার পাহাড় ।


ঠিকানা অজ্ঞাত , শুধু  জানি যেতে হয় , যেতে হবে ,

ফেলে রেখে জীবনের সকল বৈভবে ।

এর বেশি নাই জানা ,

শুধু জানি যেতে হবে যেখানে , সেইখানে মোহানা ।

সেখানে থাকে না ট্রাম ট্রেন , থাকে না যান কোন ,

শুধু জানি , গেলে কেউ আর ফেরেনাকো কক্ষণও।


আমারও ফেরার পথ থাকবে না ,

চলে গেলে সকলে দু'দিন মনে রাখবে ,

কেউ তিনদিন মনে  রাখবে না ।

তখন তোমার আমার অতীতটা 

হারিয়ে যাবে অতীতেই;

শুধু ছবি হয়ে থাকবো ঘরের দেয়ালে

ফ্রেমে বাঁধা ছবিতেই ।

নক্ষত্রেরা যারা আকাশের থেকে

ঝরে গেছে , এমনই করেই তারা গেছে ;

আমিও তেমনিই যাবো হারিয়ে ,

কেউ কাউকেই পাবো না আর হাত বাড়িয়ে ।


বড়জোর ,ধূসর একটা পাণ্ডুলিপি হয়ে থেকে যাবো

তোমার মনের নিভৃত কোণে ,

দিনে দিনে আমার কথার বর্ণমালা 

 যাবে ঢেকে ধুলোর আস্তরণে ।

তার মাঝে তুমি ধীরে ধীরে ছন্দে ফিরে যাবে ,

ফিরে যেতে হয় , ফিরে যায় সব , 

তুমিও ফিরে যাবে ।

তখন সময়ে কান পেতে যেমনটা থাকতে , 

আর থাকবে না ;

আপের নির্দিষ্ট ট্রেনটা ডাউনের ট্রেন হয়ে ,

কখন ফিরে গেছে--জানবে না ।

দেয়ালে ছবিটার দিকে তাকাতেও

মাঝে মাঝে ভুলে যাবে ,

তুমি ধীরে ধীরে--নিয়মে আর থাকবে না ;

আকাশের তারা গুনে--রাত বৃথা আর জাগবে না ।


হয়তো একটা অদৃশ্য ডাউন  ট্রেনের অপেক্ষায়

আমি চোখ পেতে থাকবো সেই পারে ,

অপেক্ষা সইতে সইতে তারপর হয়তো একদিন

আমিও অপেক্ষা ভুলে যাবো একেবারে ।

তারপরেও যদি দেখি ,

অকথিত একটা ডাউন ট্রেন স্টেশনে ঢুকছে আমাকে অবাক করে হঠাৎই ,

যদি দেখি অনেকের ভিড়ে--সেই তুমি ,

তখন,এ আঁধারপুরী জানি থাকবে না মরুভূমি ।


সেই গানফুরনো অন্ধকার ভাসবে আলোকমালায় ,

গাছে গাছে পাখি গাইবে--নিত্য যেমনটা গায় ।

বনতল ফুলে ফুলে ভরবে , ভরবে মধু সৌরভে ;

মৌমাছি গুনগুন রবে সুর তুলবে ,

দোলহাওয়ায় প্রজাপতি ফুলে ফুলে দুলবে ,

মরানদী কূলে কূলে বইবে , চাঁদ উঠবে , 

রাতভর জ্যোৎস্নায় ভিজবে বনভূমি ;

সেইদিন তোমার জ্যোৎস্নায় ভিজে তুমি

রাতভর ভেজাবে আমাকে , সেই রাতে ।

আর , এর কোনটাই যদি সত্যি না হয় ,

সে' আঁধার থাকবে ঠিক তেমনই মরুময় ।

----------------------------------------------------------------