Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনঅমানবিক ও মানবিক    মৃন্ময় সমাদ্দারতারিখ  ০৯/১২/২০২০
মানব অতি সাধারন ঘরের একটি ছেলে | ওর বাবা শাকভাত না পারলেও ছেলেকে দুবেলা দুমুঠো খেতে দেবার মতো সচ্ছল | মানব অনেক কষ্ট করে উন্নতি করছে | এবছর ও গ্রাজুয়েট হয়েছে …

 


সৃষ্টি সাহিত্য যাপন

অমানবিক ও মানবিক   

 মৃন্ময় সমাদ্দার

তারিখ  ০৯/১২/২০২০


মানব অতি সাধারন ঘরের একটি ছেলে | ওর বাবা শাকভাত না পারলেও ছেলেকে দুবেলা দুমুঠো খেতে দেবার মতো সচ্ছল | মানব অনেক কষ্ট করে উন্নতি করছে | এবছর ও গ্রাজুয়েট হয়েছে ভালো নম্বর নিয়েই পাশ করেছে | ওর ইচ্ছে ছিল মাষ্টার হবে | কিন্তু ওর ভাগ্য বোধহয় সুপ্রসন্ন ছিল না | তাই এবছর রাজনৈতিক পালাবদল হবার পর আর শিক্ষক নিয়োগের পরীক্ষাটাই হল না | অথচ পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিও বেড়িয়েছিল |পয়সা খরচা করে অ্যাপ্লাইও করেছিল | পয়সাটাও ফেরৎ পেল না | কিন্তু কোন এক অজানা কারনে সরকারী ভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়া হল পরীক্ষা হবে না বন্ধ হয়ে গেল | ও আকাশকুসুম ভাবতে বসল | বাধ্য হয়ে প্রাইভেট টিউশন পড়াতে  শুরু করল | হাতখরচাটা চলে আসছিল বেশ ভালভাবেই | এখন ও অনেক দিলখোলা |এতদিনের জমানো ইচ্ছেগুলোকে পূরণ করতে থাকল | ওর মা হাড়ভাঙা পরিশ্রম করে দেখে একটি কাজের লোক রেখে দিল | এমনকি ঘরের আসবাবপত্রও নিয়মিত কিনতে শুরু করল | এসবই করত ও ওর টিউশনের টাকায় | ওর বাবা মাও খুশি ছেলে সংসারের হাল ধরেছে দেখতে পেরে |এর মধ্যে ও দূরশিক্ষার মাধ্যমে মাষ্টার্সও শেষ করে নিয়েছে | ওর এখন প্রায় ২৮ বছর বয়স |হঠাৎ শুনতে পেল এবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে |ও উৎকন্ঠিত হয়ে পরীক্ষার ফর্ম ফিলাপ করল |পরীক্ষাতেও বসল কিন্তু ফল যখন প্রকাশ হল দেখল ওরই পাড়ার নিকৃষ্ট মানের ছেলেমেয়েরা পাশ করেছে কিন্তু ও করতে পারে নি |জিজ্ঞাসাবীদ করে জানল স্থানীয় বিধায়ক বসন্ত বাবুর  সাথে দেখা করতে হবে  তাহলে ওর চাকরি হয়ে যাবে | ও পরদিন গেল ওনার সাথে দেখা করতে | এবং গিয়ে শুনল উনি ওদের পাড়ার ছেলে মেয়েদের চাকরী করে দিয়েছেন | এমনকি ওনার গাড়ীর চালকের বৌদিকেও চাকরী করিয়ে দিয়েছেন | যার জন্য উনি ছয় লক্ষ টাকা করে নিয়েছেন | মানব কি পারবে এই টাকাটা দিতে?  যদি পারে তাহলে ওর চাকরী হয়ে যাবে | এবং বসন্ত বাবু মানব কে একরকম তাচ্ছিল্যের সুরেই দূর দূর করে তাড়িয়েই দিল বলা যায় | ও এই কথা শুনে আকুল পাথারে পড়ে গেল |ওর বাবার সাথে কথা বলল | ওর বাবা বলল জায়গা জমি বন্ধক দিয়ে টাকাটা দিয়ে দেবে | কিন্তু মানব রাজী হলনা| ও ওর বাবাকে বলল যে টাকা দিয়ে ও চাকরী নেবে না | এতে যদি ওকে সারাজীবন বেকার হয়ে থাকতে হয় তাই থাকবে | ওর বাবার গর্বে বুকটা ফুলে উঠল | ছেলেকে বুকে জড়িয়ে ধরে ওর বাবা হাউ হাউ করে কাঁদতে লাগল | বসন্ত বাবুর মুখে ঝামা ঘসে মানব একটি বিরাট কর্পোরেট সংস্থার একজন কর্ণধার |