Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মুখোশ           =======কলমে --অনুভা সরকার            ============Date --23/12/2020
আমরা ভীষণ অসহায় মনে করি যখন বিশ্বাসটা ভেঙে যায় l নিঃস্বার্থ দেখিয়ে তোমায় অনেকে সাহায্যর হাত বাড়ায় l
 তোমার জিনিস নেবে,নিয়ে নিজের স্বার্থে তাকে ব্যবহ…

 


মুখোশ

           =======

কলমে --অনুভা সরকার

            ============

Date --23/12/2020


আমরা ভীষণ অসহায় মনে করি

 যখন বিশ্বাসটা ভেঙে যায় l

 নিঃস্বার্থ দেখিয়ে তোমায় অনেকে সাহায্যর হাত বাড়ায় l


 তোমার জিনিস নেবে,

নিয়ে নিজের স্বার্থে তাকে ব্যবহার করবে l

এদিকে তোমার ক্ষতি করবে l

 চারিদিকে মহান সেজে বেড়াবে l


 আসলে এরা যে বড় মুখোশ ধারী, সহজে কেউ পারে না চিনতে l

তুমি যদি চিনেও যাও,

পারবে তাদের ক্ষতি করতে l


কারণ তোমার বিবেকে বাধবে l

তারা যে  তোমার সাথে মুখোশ পরে ভালো ব্যবহার করবে l


 বড় ঘৃণা লাগে ভাবলে l

 অবশ্য সমাজে কম বেশি চলছে এই প্রথা l

সব স্বার্থ -----

আন্তরিকতা বেশিভাগ বৃথা l


 বড় কঠিন এদের কে নিয়ে বাঁচা l

 তাও বাঁচতে হবে -----

এদের মতো না হয়েও তোমায় চলতে হবে l


যত তুমি দুর্বল হবে,

এরা চেপে ধরবে l

সব জেনে ও ক্ষতি করার দরকার নেই l

তুমি কি ওদের মতো..?


 এগিয়ে তুমি যাবেই ----

যত আসুক বাধা l

 হয়তো ধীর গতিতে,

তাতে হলো টা বা কি..?

তোমার গন্তব্যে পৌঁছানো নিয়ে কথা l


আস্তে  চলো------

 কিন্তু লক্ষ্য রাখো স্থির l

দেরি হোলেও পৌঁছাবে l

কিন্তু বিবেকের কাছে যাবে না মরে l

 ওটাই আসল -----

নিজের কাছে নিজে ছোট হলে,

 বড় কষ্ট পাবে l

  <<Cpy®pro.@Anubha Sarkar