Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা
পর্বত চিত্র ************পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে ওই যে গহীন বনওর আঁধারে কাকে খুঁজে বেড়ায় অবুঝ মন।পাকদন্ডীর রাস্তা দিয়ে ওই যে সুড়ি পথমনের আবার ও পথেতেই নিত্য যাতায়াতপাহাড় বেয়ে ওই যে ঝরে ঝর্ণা ঝরঝর,ঝর্ণার ওই…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা


পর্বত চিত্র 

************

পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে ওই যে গহীন বন

ওর আঁধারে কাকে খুঁজে বেড়ায় অবুঝ মন।

পাকদন্ডীর রাস্তা দিয়ে ওই যে সুড়ি পথ

মনের আবার ও পথেতেই নিত্য যাতায়াত

পাহাড় বেয়ে ওই যে ঝরে ঝর্ণা ঝরঝর,

ঝর্ণার ওই জলের রবে কাটে যে প্রহর ।

পাহাড়ের মাথায় মাথায় মেঘের আনাগোনা,

মেঘের সাথে খেয়ালী মন কখন মেলে ডানা ।

পাহাড়ের খাঁজে খাঁজে ওই রোদের ঝিলিমিলি,

সে আলো আর আঁধারিতেই সব ঋতু যায় মিলি ।

পাহাড় বেয়ে ওই যে ঝরে বৃষ্টি নিরবধি

চরাচরের নীরবতায় ছুটে চলে নদী ।

পাহাড়ের গায়ে ঘোরে ওই যে ভেড়ার পাল,

ওদের সাথে বাউল মন হয়ে যায় রাখাল ।

পাহাড় আর উপত্যকার মধ্যে যে বসতি,

মন দুদন্ড ওখানেতেই থিতু হয়, থামিয়ে তার গতি ।

পাহাড় নদী উপত্যকা আর জনবসতি,

নিয়ত বয়ে চলে সেখানে জীবনের গতি ।


✍️পম্পা বন্দ্যোপাধ্যায়

23.12.20