সৃষ্টি সাহিত্য যাপনবিষয় কবিতা
জিতরঘুনাথ সিনহা
তোমার ছেলেটা আমার ছেলেটাএকসাথে যেতো স্কুলেতোমার ছেলেটা আমার ছেলেকেজানি আজ গেছে ভুলে ।তোমার ছেলেটা প্রমোশন পেয়েএকধাপ ওঠে আরোআমার ছেলেটা ইনটারভিউদিলো গোটা দশ বারো ।তোমার ছেলেটা ব্রিলিয়া…
সৃষ্টি সাহিত্য যাপন
বিষয় কবিতা
জিত
রঘুনাথ সিনহা
তোমার ছেলেটা আমার ছেলেটা
একসাথে যেতো স্কুলে
তোমার ছেলেটা আমার ছেলেকে
জানি আজ গেছে ভুলে ।
তোমার ছেলেটা প্রমোশন পেয়ে
একধাপ ওঠে আরো
আমার ছেলেটা ইনটারভিউ
দিলো গোটা দশ বারো ।
তোমার ছেলেটা ব্রিলিয়ান্ট নয়
মোটেও বলিনি আমি
আমার ছেলেও ফার্স্ট ক্লাস ফার্স্ট
নয় সেও কম দামী ।
তোমার ছেলেটা চালাক চতুর
আমার ছেলেটা হাঁদা
তোমার ছেলেটা ঠিক সময়েই
ধরেছিলো ঠিক দাদা ।
তোমার ছেলেটা অফিসের বস
ঠাটবাট খানদানি
আমার ছেলেটা সকাল বিকেল
রোজ পড়ায় টিউশনি ।
তোমার ছেলেটা পাকাপাকি ভাবে
চলে গেছে দেশ ছেড়ে
আমার ছেলেটা রোজ সন্ধ্যায়
যথারীতি ঘরে ফেরে ।
তোমার ছেলেটা বিদেশে তে বসে
ভাবে কেরিয়ার নিয়ে
আমার ছেলেটা আমাদের দেখে
আন্তরিকতা দিয়ে ।
তোমার ছেলেটা আরো বড় হোক
আমার ছেলের বিপরীতে
বৃদ্ধ বয়সে পাশে থাকে ছেলে
এটাতেই গেছি জিতে ।
-----#-----