Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম_অস্পষ্ট__ভাবনা_কলমে গীতা লোধ।০৫/১২/২০২০
ভাবনায় এক অস্পষ্ট ছবি, বাস্তবে পায় না পুর্নতা।বেশিটা হারায় আঁধারের বায়নাঅল্প সল্প স্মিতির আয়নায়।অনিচ্ছাতেও উঁকিঝুকি মনের জানালায়,ভাবনা আসে,ভাবনা  অতলে ভা সায়।ভাবনা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম_

অস্পষ্ট__ভাবনা_

কলমে গীতা লোধ।

০৫/১২/২০২০


ভাবনায় এক অস্পষ্ট ছবি, 

বাস্তবে পায় না পুর্নতা।

বেশিটা হারায় আঁধারের বায়না

অল্প সল্প স্মিতির আয়নায়।

অনিচ্ছাতেও উঁকিঝুকি মনের জানালায়,

ভাবনা আসে,ভাবনা  অতলে ভা সায়।

ভাবনা আবছা ঘন কুয়াশায় উপহার

দিনের শেষে শুন্য হাতে কিছুই নেই আর।

নদীর চরে বাধা ঘর,জোয়ারে হারিয়ে যায়

ভাবনার তাঁরা আকাশে মিলায়।

ভাবনা গুলি আকা হয় না ক্যনভাসে

আসলে রয়ে যায় তাচ্ছিল্য উপহাসে।

ভাবনারা দেওয়াল জুড়ে বেড়ে উঠে সপ্ন

ভাবনা গুলি সীমাহীন বুকজুরে বেচে থাকে গল্পে।

আবদারে অনুযোগে, বিরহ অনুরাগে ভাবনা এক শূন্যতা।

আলহ্বাদে গুঞ্জনে, অনুনয়ে প্রশ্রয়ে ভাবনার নেই পুর্নতা।

পরিপূর্ণ হওয়ার ভাবনা  আছে ষোলয়ানা

এই ভাবনা ভাঁজ করা অনাথ কল্পনা।