দৈনিক কবিতা প্রতিযোগিতা।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - ধোঁয়াশা ।কবি - অরিজিতা ঘোষ।তারিখ - ৩০.১১.২০২০.
চেনা অচেনার আর এক নাম আমি ।হাজারো প্রশ্নের মাঝে উত্তর না পাওয়া উত্তর আমি ।আমি কে ? শুধুই ধোয়াশা।হাজারো মুখোশ , তল না পাওয়া ভিড…
দৈনিক কবিতা প্রতিযোগিতা।
বিভাগ - গদ্য কবিতা।
শিরোনাম - ধোঁয়াশা ।
কবি - অরিজিতা ঘোষ।
তারিখ - ৩০.১১.২০২০.
চেনা অচেনার আর এক নাম আমি ।
হাজারো প্রশ্নের মাঝে উত্তর না পাওয়া উত্তর আমি ।
আমি কে ? শুধুই ধোয়াশা।
হাজারো মুখোশ , তল না পাওয়া ভিড়ের মাঝে শুধুই অচেনা ।।
অচেনা নাকি চরিত্রের ভাঁজ ।
যে চরিত্রের ভাঁজে আছে মনের নানান তথ্য ।।
মাঝে মাঝে নিজেই নিজেকে করি প্রশ্ন , কোনটা আমার রূপ ?
যে রূপ আছে ভেতরে ? কিন্তু সেই রূপে ও তো নানান ছবি ।
কখনো সমাজের মধ্যে থেকেও সমাজের না হয়ে থাকা ।
কখনো রাজনৈতিক সমীকরণের উর্ধ্বে গিয়ে সত্য অসত্যের বিচারে সোচ্চার হওয়া ।
কখনো ভালোবেসে নিজেকে নিঃশ্বেস করে দেওয়া ।
আবার কখনো রুদ্রাংদেহী রূপে প্রতিবাদে গর্জে ওঠা ।।
কোনটা সত্যি আর কোনটা সত্যির খোলশ তার নেই কোনো উত্তর ।
আছে শুধু নিজেকে মুড়ে রাখা বিভিন্ন রূপে ।।
যে রূপে আছে মায়া - মমতা , যে রূপের কোনো প্রাণীর মৃত্যুতেও চোখে আসে জল ।
আবার কখনো সেই রূপ এতই হিংস্র যে প্রতিবাদে ছিন্ন ভিন্ন করতে পরে শত্রুর রূপ ।
আবার সেই আমি কখনো সংবেদনশীল,সবাইকে নিয়ে মানিয়ে চলার পন্থী ।।
তাই কোনটা আমি আর কোনটা আমি নই তার সঠিক উত্তর আমার কাছেও অধরা ।
শুধুই আছে বৈচিত্র রুপী আমার নানান রূপ ।।
--------------*--------------