#শিরোনাম:-তৃষিত হৃদয়#কলমে:-নির্মল বরাট#তাং:-29/11/2020
এখনো জেগে আছে,-- দূর কক্ষপথে,- ধুমকেতুর মতো ;- গোধুলির ফেলে আসা -স্মৃতি।ক্ষনিকের গ্লানি মেখে,-- উ…
#শিরোনাম:-তৃষিত হৃদয়
#কলমে:-নির্মল বরাট
#তাং:-29/11/2020
এখনো জেগে আছে,--
দূর কক্ষপথে,-
ধুমকেতুর মতো ;-
গোধুলির ফেলে আসা -স্মৃতি।
ক্ষনিকের গ্লানি মেখে,--
উঠে আসে,-
ঢেও-এর মতো;-
অতীতে হারানো -তোমার দ্যূতি।
এখনো তৃষিত চোখে,--
স্বপ্ন খোঁজে,-
ব্যাপারির মতো;-
পেলব,-মন কেমনের অনুভূতি।
হারানোর স্বাতী গন্ধে,--
ব্যকুল হয়,-
নীড়ভাঙ্গা পাখির মতো;-
তুমিত্বে হারানো আমিত্বের স্মৃতি।
হাট ভাঙা মাঠে,--
রাত্রি দেখে,-
একক কাকের মতো;-
আমার দুর্নিবার প্রেমের জ্যোতি।