Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#শিরোনাম *পণ্য বিদ্যে*#কলমে_পলি ঘোষ ✍️তাং_২৯.১১.২০২০
হতাশায় প্রান যায় পুঁথিগত বিদ্যায়বাণিজ্যে গুণীজন করেন মান নির্ণয়।ক্ষুদ্র চেতনায় মেধা প্রায়ই লুপ্তনির্বাক চেয়ে রয়,বেকারের মুষ্টি ও নির্লিপ্ত!
না নিয়ে দীক্ষা জ্ঞান দেয় শিক…

 


#শিরোনাম *পণ্য বিদ্যে*

#কলমে_পলি ঘোষ ✍️

তাং_২৯.১১.২০২০


হতাশায় প্রান যায় পুঁথিগত বিদ্যায়

বাণিজ্যে গুণীজন করেন মান নির্ণয়।

ক্ষুদ্র চেতনায় মেধা প্রায়ই লুপ্ত

নির্বাক চেয়ে রয়,বেকারের মুষ্টি ও নির্লিপ্ত!


না নিয়ে দীক্ষা জ্ঞান দেয় শিক্ষা

নানা রঙের ঝুলি নিয়ে করে শুধু ভিক্ষা।

শ্রী চরণের আসনে সেই উপযুক্ত

মানে অযোগ্য হলেও মানী তে তো যোগ্য!!

ধনী হতে মত্ত ঠকানো ভাওতায়

তাকেও তো ফেললাম শিক্ষিত এর আওতায়।

বড়ো বড়ো ডিগ্রিতে বিদেশে পাড়ি

ব্যাংক ডাকাতির যোগ সাজোসে হল ফেরারী।

ডাক্তার হয়ে এলো কোটি টাকা খরচে

কিডনী পাচার করে ঘন কালো আলোতে।

যার নাই শিক্ষা তাকে ও করি শিক্ষক

অন্ধকার কুটুরীতে রক্ষক ই ভক্ষক!


ইঁদুর দৌড়ে আজ শিশুরাও ক্লান্ত

ঘোলা মাঠে তালা ঝোলা,

ডিপ্রেশনের দরজাটা হাট খোলা

বড়রা কঠোরতাতে অক্লান্ত।

ধূসর রঙে আজ উধাও সবুজ

চিরহরিৎ বনানীতে,চাপা পড়া আগুন!

ছোট বেলা হেরে গেছে

বসন্ত অনেকটাই ম্লান 

রয়ে গেছে ছাই শুধু

ক্ষয়ে গেছে প্রাণ।


টুকলির স্পাইডার বাঁশ ঝাড়ের জালে তে

পন্ডিত উত্তরদাতা নকলের দাদা যে!

প্রশ্নের ফাঁস লেগে মেধা গুলি ঝুলছে

নকল ডিগ্রী ধারী আকাশেতে উড়ছে।

জ্ঞানের আধার নেই আঁধারেতে ডুবছে!

সুনিপুণ কারিগরে হচ্ছে যে দীক্ষা

গোড়াতেই গলদ যে ঘরের ই শিক্ষা!

আত্মহত্যা গৌরবের সেটাই সে মানছে

সঠিক শিক্ষার ফল অন্তিমেই মিলছে!!


মানুষ গড়ার শিক্ষা দেশে বন্ধ দুটি চোখ

নিপূণ প্রজ্ঞা উঠবেই জেগে

যেদিন

চেষ্টা গুলো মশাল করে,নিকষ রাতের পথিক হয়ে

দীর্ঘকাল প্রযত্নে হবে জ্ঞানের দিকে ঝোঁক।।