শীতের পরশসুদীপ্তা দে সরকার
ঝরেছে পাতা শহর জুড়ে,শীত এসেছে কড়া নেড়ে।কুয়াশার ওই চাদর ফেলে,রৌদ্রের উঁকিঝুঁকি।হিমেল হাওয়ার মিঠে সুরে,পৌষের ডাকাডাকি।শিশির ভেজা সকালগুলোয়অলসতা চোখে ভরা,শীতঘুম ছেড়ে কাজের তাগিদেবিছানাটা শেষে ছাড়া।চ…
শীতের পরশ
সুদীপ্তা দে সরকার
ঝরেছে পাতা শহর জুড়ে,
শীত এসেছে কড়া নেড়ে।
কুয়াশার ওই চাদর ফেলে,
রৌদ্রের উঁকিঝুঁকি।
হিমেল হাওয়ার মিঠে সুরে,
পৌষের ডাকাডাকি।
শিশির ভেজা সকালগুলোয়
অলসতা চোখে ভরা,
শীতঘুম ছেড়ে কাজের তাগিদে
বিছানাটা শেষে ছাড়া।
চায়ের কাপের উষ্ণ ছোঁয়াতে
শীতলতা কাটে মনে।
সোনালী আলোয় শুরু হয় দিন
পাখিদের গানে গানে।
হরেক রকম ফুলেদের সাথে
প্রজাপতি করে খেলা,
সবুজ ক্ষেতের মাঝেতে চাষীর
কেটে যায় সারাবেলা।
পিঠেপুলি আর খেজুরের রসে,
আহ্লাদে ভরে মন।
প্রতি ঘর জুড়ে মিষ্টি সুবাস,
ভরে থাকে সারাক্ষণ।
শিশির স্নাত ঘাসের উপরে
আলতো পায়ের ছোঁয়ায়,
মেঠো পথ ধরে চলেছি হেঁটে
দূরের ওই অজানায়।
শীতের সকাল ভালোবেসে তাই,
হিমের পরশে সাজি।
মুক্ত রঙীন পাখিদের সাথে,
উড়ে যেতে আমি রাজি।