Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি-সাহিত্য _যাপন#স্বপ্নগুলো #কঙ্কনা ভট্টাচার্য্য 
আজকাল স্বপ্নগুলো বড় বেশি জ্বালাতন করে।যত বেশি করে তাড়াই তত আসে ফিরে।আজাওয়া বাবলার গাছ, গায়ে কাঁটাভরা,হলুদ পু্ঁথির মত ছোট ছোট ফুল ভরে আছে। কানেতে পরবে বলে পা উঁচু করে শাড়ি পড়া …

 


#সৃষ্টি-সাহিত্য _যাপন

#স্বপ্নগুলো 

#কঙ্কনা ভট্টাচার্য্য 


আজকাল স্বপ্নগুলো বড় বেশি জ্বালাতন করে।যত বেশি করে তাড়াই তত আসে ফিরে।

আজাওয়া বাবলার গাছ, গায়ে কাঁটাভরা,হলুদ পু্ঁথির মত ছোট ছোট ফুল ভরে আছে। কানেতে পরবে বলে পা উঁচু করে শাড়ি পড়া চতুর্দ্দশী এক নদীর পাড়েতে

ফুল পাড়ে।নির্মেদ কোমরে তার আলো ঝরে

পড়ে।

এ ও এক স্বপ্ন আমায় তাড়া করে ফেরে।


ঝুরিনামা বটের তলেতে পাখি খাওয়া ফল বিছানো রয়েছে।পথের মাঝেতে উঁচু হয়ে রয়েছে শিকড়,তার মাঝে অপেক্ষায় আছে বসে এক মেয়ে দুপাশেতে বেণী। তারপরে রাগ করে উঠে চলে আসা।কেন রাত হলে ঝাঁপায় চোখেতে স্বপ্ন!


আর আছে শীর্ণমুখ এক। পরম শান্তিতে চোখ বুজে সমুখে আমার চিরনিদ্রাগত।

অবাক বিস্ময়ে চেয়ে আছি।তারপর গলায় বিছেহার হাতেতে বলয় নে খুলে নে।ওতোর হয়না কিছু।ডাকিস না ওকে পিছু।


ওঃ এই স্বপ্ন, আমার চোখ থেকে নাম।দুদন্ড শান্তির ঘুম,ঘুমোতে যে চাই।আর আসিস না ফিরে আমার দুচোখে।ক্ষমা কর এবার আমাকে।