Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা :- "কাকুর পত্র"কলমে :- দেবাশিস সেনগুপ্ত। ০৬-১২-২০২০
প্রিয় পুপাই সোনা, 
যখন তুমি বড়ো হবে মস্ত বড়ো মেয়ে ঘোমটা টানা লজ্জা মুখে পড়বে মাথা নুয়ে। কিম্বা কোনো অফিস ঘরে নামটা লেখা গেটেমরছ তুমি বারে বারে পিয়নটারে ডেকে।থাকবে …

 


কবিতা :- "কাকুর পত্র"

কলমে :- দেবাশিস সেনগুপ্ত। 

০৬-১২-২০২০


প্রিয় পুপাই সোনা, 


যখন তুমি বড়ো হবে মস্ত বড়ো মেয়ে 

ঘোমটা টানা লজ্জা মুখে পড়বে মাথা নুয়ে। 

কিম্বা কোনো অফিস ঘরে নামটা লেখা গেটে

মরছ তুমি বারে বারে পিয়নটারে ডেকে।

থাকবে তোমার বাড়ি গাড়ি দরজা পাশে সেপাই

ভিতরেতে জগাই মাধাই খেলছে বসে দুভাই।

তুমি এসে ভালবেসে বুকের মাঝে টেনে 

দেখবে তখন পড়াশোনা পড়ার ঘরে এনে।

আনন্দেতে থাকবে ভরে তোমার জীবন ভেসে

আমরা তখন মাঝে মাঝে দেখা করব এসে। 


যদি তুমি হয়ে পথিক বেড়াও ঘুরে ঘুরে

জীবন তখন বাঁধা তোমার নতুন রকম সুরে।

এদিক ওদিক ছুটবে তুমি কতো দেশে যাবে

অজ্ঞানেরে পথ দেখাবে জ্ঞানের আলো দেবে।

দেশে দেশে দেশান্তরে প্রতি লোকের মুখে 

নামটা তোমার শুনব যখন আমরা থাকব সুখে।

এটাই শুধু তোমার কাছে কাকু-কাকির আশা 

আশিস মোদের তোমার তরে ভালোবাসা মেশা।

তখন যদি কাজের ফাঁকে কিম্বা স্বপন ঘোরে 

কাকু কিম্বা কাকির কথা হঠাৎ মনে পড়ে।।


এই কথাটাই মনে রেখ যতই থাকি আকাশে 

দূরে থেকে আমরা আছি তোমার পাশে পাশে।।


শিশিরসিক্ত ভালোবাসায় 

কাকু