Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

✍️ সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)
"আমি আছি তো" এর অঙ্গীকারে আবদ্ধ ছিল যে,হঠাৎ করেই কিছু না বলে অন্যের হয়ে যায়,
কিছু বুঝতে পারার আগেই চোখের জলে দুচোখে বন্যা ভাসায়.........
এ কেমন অঙ্গীকার, কেমন শপথ??কখন অজান্তে যে মন টুকরো টুকর…

 


✍️ সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)


"আমি আছি তো" এর অঙ্গীকারে আবদ্ধ ছিল যে,

হঠাৎ করেই কিছু না বলে অন্যের হয়ে যায়,


কিছু বুঝতে পারার আগেই চোখের জলে দুচোখে বন্যা ভাসায়.........


এ কেমন অঙ্গীকার, কেমন শপথ??

কখন অজান্তে যে মন টুকরো টুকরো হয়ে গেল রাখেনি কি তার খোঁজ?


খুচরো ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহস গুলোকে একত্রে সঞ্চয় করে একদিন হয়ে উঠল সে বেপরোয়া নারী,


দেখিয়ে দিল আমিও লড়তে জানি, আমিও ভালবাসতে পারি। 


কিন্তু কেন করো তোমরা এমন, ভেঙ্গে দাও একটা মেয়ের সাজানো গোছানো অন্তর, লন্ডভন্ড করে দাও হৃদয়ের রাজমহল, খানখান হয়ে যায় আলোর ঝাড়বাতিটা..............


সবই কি মন রাখা রাখা খেলা ছিল...........? 


নাকি অন্য নারীতে আসক্ত হয়ে ভুলে গেছিলে প্রথমের শপথ, আবার তাকেও বলেছ "আমি আছি তো".......!!