Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতাসকাল বেলা ঘুম থেকে উঠেপ্রতিদিনের অভ্যাস এর মতন,তোমাকে প্রণাম করে আমার দিন শুরু করা।আজও তার অন্যথা হলো না।।বরং আরো কিছুটা সময়তোমার সামনে দাঁড়িয়ে রইলাম।বোঝার চেষ্টা করলাম আজকের দিনটার কথাতোমার মনে আছে কিন…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

সকাল বেলা ঘুম থেকে উঠে

প্রতিদিনের অভ্যাস এর মতন,তোমাকে প্রণাম করে আমার দিন শুরু করা।

আজও তার অন্যথা হলো না।।

বরং আরো কিছুটা সময়

তোমার সামনে দাঁড়িয়ে রইলাম।

বোঝার চেষ্টা করলাম আজকের দিনটার কথা

তোমার মনে আছে কিনা?

আজকের দিনটাতে তোমাকেই তো বেশি উৎসাহিত হতে দেখতাম।

এক নির্ভেজাল আনন্দ তোমার চোখে মুখে ফুটে উঠত।

আমাকে নিয়ে বড্ড ব্যস্ত হয়ে পড়তে তুমি।

কাক ভোরে উঠে স্নান সেরে,

ঈশ্বরের কাছে প্রার্থনা শেষ করে,

পায়েস রান্না করতে

তার গন্ধে সারা বাড়ি মম করত।

আমাকেও সকাল সকাল ঘুম থেকে তুলে

স্নান করিয়ে, নতুন জামা পরিয়ে,

তোমার হাতে বোনা ফুলতোলা আসনে বসাতে।

সামনে জ্বলা প্রদীপের শিখার তাপ

ছুয়ে দিতে আমার মাথায় বুকে।

কপালে দিতে চন্দনের টিপ

ধান দূর্বা দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ সারতে।

তারপর বড় কাঁসার বাটি ভর্তি পায়েস,

প্লেট সাজানো মিষ্টি

সবটুকু খাইয়ে দিতে পরম যত্নে।

এরপর দুপুরের মেনু তে থাকতো

আমার পছন্দের সব খাবার

ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল ,পাঁচ রকমের ভাজা ,হরেক রকমের মাছ ,চাটনি

আর বাদাম পোস্ত দিয়ে ভাজা লাল শাক


যেটাখেতে সবচেয়ে বেশি ভালবাসতাম,

সব তুমি করতে কত যত্ন করে।

আজও আমার জন্মদিন পালন করা হয় মা

অনেক জাঁকজমকপূর্ণ বিরাট আকারের জন্মদিন

কিন্তু মাগো, আমি যে তার মধ্যে

তোমার সাদামাটা, আরম্ভর হীন

জন্মদিন টা খুঁজে বেড়াই।

পাই না ,মাগো ,পাইনা

তা আমি কোথাও খুঁজে পাইনা।

চাইনা, আমি এসব কিছু চাইনা।

মাগো

আমি যে শুধুই তোমাকে চাই।

তোমার স্পর্শ, তোমার শরীরের গন্ধ,

তোমার আশীর্বাদের হাত

আমার মাথার পরে দেখতে চাই।

আমি জানি

এসব আর হবার নয়।

তবুও

অবুঝ মন না পাওয়াকেই বাড়ে বাড়ে ফিরে পেতে চায়।

মাগো তবুও বলি

সব সময় আমার কাছে থেকো

আমার পাশে থেকো

আমাকে দুই হাত তুলে আশীর্বাদ করো।