Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুড়মিদের দীর্ঘকালের বঞ্চনা নিয়ে বিক্ষোভ ও সমাবেশ

কুড়মিদের দীর্ঘকালের বঞ্চনা নিয়ে আজ ৭ই ডিসেম্বর ঝাড়গ্রাম জেলা শহরে অবস্থান বিক্ষোভ ও সমাবেশের ডাক দিল কুড়মি সমন্বয় মঞ্চ। এই আন্দোলন দাবী না মানা পর্যন্ত চলবে লাগাতার। 
এই দিন ওই মঞ্চে উপস্থিত ছিলেন কুড়মি সমন্বয় মঞ্চ  নেতৃত্ব বর্গ।  …

 


কুড়মিদের দীর্ঘকালের বঞ্চনা নিয়ে আজ ৭ই ডিসেম্বর ঝাড়গ্রাম জেলা শহরে অবস্থান বিক্ষোভ ও সমাবেশের ডাক দিল কুড়মি সমন্বয় মঞ্চ। এই আন্দোলন দাবী না মানা পর্যন্ত চলবে লাগাতার। 

এই দিন ওই মঞ্চে উপস্থিত ছিলেন কুড়মি সমন্বয় মঞ্চ  নেতৃত্ব বর্গ। 
 কৌশিক মাহাত, অরূপ মাহাত, অভিজিৎ মাহাত
 রাজেশ মাহাত, শিবাজী মাহাত, রবীন্দ্রনাথ মাহাত, হংসেশ্বর মাহাত, সুনীতি মাহাত, লাল্টু মাহাত (ঝাড়খণ্ড)। এছাড়াও উপস্থিত ছিলেন, শীতল ওধার (ঝাড়খণ্ড) রামপদ মাহাত (ঝাড়খণ্ড), শৈলেন মাহাত (প্রাক্তন সাংসদ), জয়মনি মহন্ত (ওড়িশা)।

     প্রসঙ্গত এই দিনই মাননীয়া মুখ্যমন্ত্রীর সভা আহ্বান করা হয়েছে ঐ দিনই। শহরের সর্বত্র এই পোষ্টার পড়া নিয়ে সারা জঙ্গলমহল জুড়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জল্পনাও।