Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"কৃষক সন্মান নিধি"র টাকা থেকে বঞ্চিত এ রাজ্যের কৃষকেরা।

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অসহযোগিতার জন্য বাংলার কৃষকেরা আজ বঞ্চিত ।দেশের সব রাজ্যের কৃষকেরা কিষান সন্মান বিধির টাকা পেলেও বাংলার কৃষকেরা আজ বঞ্চিত ।এই অভিযোগ আনলেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী স…

 


তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অসহযোগিতার জন্য বাংলার কৃষকেরা আজ বঞ্চিত ।দেশের সব রাজ্যের কৃষকেরা কিষান সন্মান বিধির টাকা পেলেও বাংলার কৃষকেরা আজ বঞ্চিত ।এই অভিযোগ আনলেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ।

আসলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাজ্যের কাছ থেকে কৃষকদের তালিকা চেয়ে তা পান নি বলে অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে ।রাজ্য সরকার চান কেন্দ্র টাকা দিক রাজ্য সরকার কে।রাজ্য সরকার সেই টাকা কৃষকদের মধ্যে বন্টন করবেন।কিন্তু কেন্দ্র চাইছেন কৃষকদের ব্যাঙ্কের নং এ সেই টাকা দিতে।ফলে এই রাজ্যে সেই টাকা এলো না।
তৃনমূল দাবি করেন মমতার সরকার এ রাজ্যের কৃষকদের জন্য অনেক কিছু করছেন।এদিকে বিজেপি দল নাম কিনতে সরাসরি কৃষকদের টাকা দিতে চাওয়া তেই বিপত্তি ।এটি ভোট কেনার টাকা।
       অবশ্য বিজেপি দল ও বসে নেই।তাঁরা কটাক্ষ করে বলেন রাজ্য সরকার টাকা পেলে সেটি থেকে তৃনমূল নেতারা কাটমানি খেয়ে নেবে।তাই কেন্দ্র চাইছেন সরাসরি কৃষক কে টাকা দিতে।
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দড়ি টানাটানি তে যে এ রাজ্যের কৃষকেরাই বঞ্চিত হলেন।
কৃষক সন্মান বিধির টাকা সব রাজ্য পেলেও বাংলার কৃষকেরা তা পেলেন না।