Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘরের লক্ষী টানাটানি নিয়ে রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে তরজা

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।তৃনমূল দল কয়লা চুরি করে।গরু পাচার করে।বালি মাফিয়ার কাজ করে, একথা সবাই জানে।কিন্তু ঘরের লক্ষী চুরি করে একথা এতদিন কেউ জানতো না।আজ জানলো।উল্লেখিত মন্তব্য টি করলেন বিজেপি দলের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা…

 

ছবি সংগৃহীত

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

তৃনমূল দল কয়লা চুরি করে।গরু পাচার করে।বালি মাফিয়ার কাজ করে, একথা সবাই জানে।কিন্তু ঘরের লক্ষী চুরি করে একথা এতদিন কেউ জানতো না।আজ জানলো।

উল্লেখিত মন্তব্য টি করলেন বিজেপি দলের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ।তার স্ত্রী সুজাতা খাঁ বিজেপি ছেড়ে তৃনমূল দলে যোগদান করার পরেই।

সুজাতা দেবী অবশ্য বলেছেন বিজেপি দলে তিনি সন্মান পাননি।নিরাপত্তা ও ছিল না।তাই তিনি দিদি মমতা ও দাদা অভিষেকের হাত ধরেই সরাসরি চলে গেছেন তৃনমূল দলে।

যদিও বিজেপির সাংসদ ও যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ইতিমধ্যেই সুজাতা দেবী কে ডিভোর্সের আইনি নোটিশ পাঠিয়েছেন ।

সৌমিত্র খাঁ আরো জানান বিজেপি দলে সমস্ত বড় নেতারাও সুজাতা কে যে সন্মান দিয়েছেন তার ছিটেফোঁটাও তৃনমূল দল দেবে না।তবে আমি চাই ও তৃনমূল দলে ভালো থাকুক।

সুজাতা দেবী অবশ্য অভিযোগ করে বলেন বিজেপি দল ইচ্ছে করে সৌমিত্র কে দিয়ে আমাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ।আমার ওপর চাপ সৃষ্টি করতে।

সৌমিত্র ও সুজাতার আইনি ডিভোর্সের নোটিশ নিয়ে এখন রাজনীতির বাজার সরগরম।

সুজাতা চান আমরা দুজন দুটি দল করতেই পারি।তবে কেন আইনি নোটিশ ।এর মধ্যে বিজেপি দলের হাত আছে বলেই সুজাতা দেবীর অনুমান।