তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।পূর্ব মেদিনীপুরের তৃনমূলের জেলা সম্পাদক কনিস্ক পন্ডা কে বহিষ্কার করলো তৃনমূল দল।না সাসপেন্ড নয়।বহিষ্কার ।আর এটি যে হবে তা জানতো কনিস্ক স্বয়ং ।বেশ কিছুদিন ধরে শুভেন্দু অনুগামী হিসাবে মিডিয়ার সামনে মুখ খু…
তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।
পূর্ব মেদিনীপুরের তৃনমূলের জেলা সম্পাদক কনিস্ক পন্ডা কে বহিষ্কার করলো তৃনমূল দল।না সাসপেন্ড নয়।বহিষ্কার ।আর এটি যে হবে তা জানতো কনিস্ক স্বয়ং ।
বেশ কিছুদিন ধরে শুভেন্দু অনুগামী হিসাবে মিডিয়ার সামনে মুখ খুলছিলেন তিনি।শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য রাজ্য পালের কাছে যাওয়ার কথাও বলেন।প্রথম দিন থেকেই তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর পাশেই।
আসলে একে একে সব পরিস্কার হচ্ছে ।এর আগেই পূর্ব মেদিনীপুরের বেশ কিছু শুভেন্দু অনুগামীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়ে ছিল।কনিস্ক বহিষ্কার হলো আজ।
শুভেন্দু অধিকারী কি আগামী কাল বিধায়ক পদ ছাড়ছেন ।এরকমই জল্পনা চলছে জেলা জুড়ে ।কনিষ্ক পন্ডার বহিষ্কার নিয়ে এখন ও কনিষ্কর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।তবে চেষ্টা চলছে।
ইতিমধ্যেই কাঁথি তে দাদার অনুগামীদের জন্য অফিস তৈরি হয়ে গেছে।রাজ্য জুড়ে চলছে নানা কর্ম সূচী ।
শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ ছাড়লেও তৃনমূল দল চেষ্টা চালিয়ে গেছেন তাঁকে ফেরাতে।বর্ষীয়ান নেতা ও সাংসদ সৌগত রায় আদা জল খেয়ে মাঠে নেমে ছিলেন ।কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে।পি কে ও অভিষেক বন্দোপাধ্যায় কে দিয়ে ও কাজ হয়নি।তাই শুভেন্দু অধিকারী এখন ক্লোজড চ্যাপ্টার ।শুধু সময়ের অপেক্ষা দল ছাড়া ।এরি মাঝে তাঁর কাছের মানুষ কনিস্ক পন্ডার বহিষ্কার কাজটিকে আরো খানিকটা এগিয়ে দিলো।
এদিকে বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় কে নিয়ে ও চলছে টানা পোড়েন।যত মত তত পথ বলে জিজ্ঞেসা চিহ্ন উস্কে দিয়েছেন তিনিও।
তৃনমূল দল কি করবেন তা একান্তই দলের নিজস্ব ব্যাপার ।তবে রাজ্য জুড়ে ই এই কয়েকদিন চলবে নানা খবর।আর এরি মধ্যে সব থেকে এক্সক্লুসিভ শুভেন্দু অধিকারীর দলবদল।
অধীর আগ্রহে রাজ্যবাসী ।এই খবর এলো বলে।
ভোটের ফলাফল তো অনেক দূর।এখন দল বদলের ফলাফলের দিকে তাকিয়ে সকলেই।