Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজীবকে নিয়ে বৈঠক আজ পার্থর নাকতলার বাড়িতে

এবার রাজীব বন্দোপাধ্যায় ।শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসলো বৈঠক।রাজীবের মান ভঞ্জন যার উদ্দেশ্য ।কারন শুভেন্দু অধিকারীর মতোই অরাজনৈতিক সভা থেকে রাজীবের বক্তব্য ঘিরে তৃনমূল দল অস্বস্তিতে ।জানা গেছে এই সভাতে থাকবেন পিক…

 


এবার রাজীব বন্দোপাধ্যায় ।শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসলো বৈঠক।রাজীবের মান ভঞ্জন যার উদ্দেশ্য ।কারন শুভেন্দু অধিকারীর মতোই অরাজনৈতিক সভা থেকে রাজীবের বক্তব্য ঘিরে তৃনমূল দল অস্বস্তিতে ।
জানা গেছে এই সভাতে থাকবেন পিকে নিজেই।থাকবেন ফিরহাদ হাকিম ও।যিনি কদিন আগে রাজীবকে ভালো ছেলে বলে দলে রাখতে চেয়েছিলেন ।
কি ঘটবে রাজীব বন্দোপাধ্যায়কে নিয়ে তা এখন পরিস্কার নয়।রাজীবকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়েছে শুভেন্দু অধিকারীর মতোই।রাজনৈতিক লিখিয়েরা আগেই বলেছেন রাজীব বন্দোপাধ্যায় ও কিন্তু বেসুরেই কথা বলছেন।
শুভেন্দু অধিকারীর ভার ছিল সৌগত রায়ের ওপর।না তিনি পাশ করতে পারেন নি।এখন দেখা যাক শিক্ষা মন্ত্রী কি করেন।
তবে কি তলে তলে বিদ্রোহের আঁচ তৃনমূল দলটিকে ঘিরে।আর যার কেন্দ্র বিন্দুতে সেই প্রশান্ত কিশোর।

তরুন চট্টোপাধ্যায় ।