Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লিপি প্রকাশনার সাহিত্য সভা এবং গ্রন্থ প্রকাশ

"যাবার দিনে এই কথাটি বলে যেন যাই-যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।" আজ শনিবার ১৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল লিপি প্রকাশনার কর্নধার কবি গৌতম ভট্টাচার্যের আহ্বানে আয়োজিত সাহিত্যসভা । 
পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যাম…

 


"যাবার দিনে এই কথাটি বলে যেন যাই-

যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।" 

আজ শনিবার ১৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল লিপি প্রকাশনার কর্নধার কবি গৌতম ভট্টাচার্যের আহ্বানে আয়োজিত সাহিত্যসভা । 


পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিল্টন হাইস্কুলে কোভিড বিধি মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাহিত্য সভা।

এই দিন বিভিন্ন কবি লেখক দের গ্রন্থপ্রকাশ, কবিতা পাঠ, গ্রন্থ আলোচনা হয় উক্ত সভায়।



অনুষ্ঠানটি উদ্বোধন করেন শ্রীমতি বন্দনা অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুস্নাত জানা। প্রকাশিত হয় লিপি প্রকাশনার ময়ূখময় অধিকারীর গ্রন্থ "সংকলিত মন"। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অশোক কুমার বাগ। বই উন্মোচন করেন কবি দেবব্রত দত্ত। এছাড়াও আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ ও হয়। উপস্থিত ছিলেন , কবি অভিজিৎ দত্ত, স্বপ্ন বাগ, শুভঙ্কর দাস,তাপস বৈদ্য, গোবিন্দ বারিক, অঙ্কন মাইতি,কৃতিসুন্দর পাল, প্রদীপ্ত খাটুয়া,ক্ষরণ প্রসাদ মাঝি, গৌরাঙ্গ সিরিয়াল অরিন্দম প্রধান সৈকত দাস কাজল চক্রবর্তী ,  সৌমাভা, মিঠু মুখার্জী  সৈকত সি, অম্রিতাক্ষর দাস, শুভশ্রী মাইতি ,পবিত্র ভক্তা, সুজাতা বেরা, চিত্তরঞ্জন দাস এবং  ছন্দক দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌশিক অধিকারী।