Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নয়াগ্রামে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রের নবম প্রতিষ্ঠা দিবসে নানা কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম,ঝাড়গ্রাম : প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর ক্যুইজ…

 


নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম,ঝাড়গ্রাম : প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নবম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো দিনভর। মঙ্গলবার এই উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদীর তীরে জঙ্গলকন্যা সেতু সংলগ্ন ডাহি প্রাকৃতিক উদ্যানে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহযোগিতায় রক্তদান শিবির সহ নানা সমাজসেবা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন স্বর্গীয় ভোলানাথ পতির স্মৃতিতে উৎসর্গীকৃত এই রক্তদান শিবিরে ১৫ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেন। এঁদের মধ্যে ২০ জন রক্তদাতাই প্রথমবার রক্ত দিলেন এবং তাঁদের বেশিরভাগই স্থানীয় জনজাতি অধ্যুষিত এবং আর্থিক দিক কিছুটা পিছিয়ে থাকা এলাকার বাসিন্দা।


রক্তদানে অংশ নেন ক্যুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারাও।রক্ত সংগ্রহ করেন নয়াগ্রাম ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।এর পাশাপাশি এদিন এলাকায় মানুষদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে মাছ ধরার জাল, শালপাতার থালাবাটি তৈরি করার মেশিন, নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শিশুদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এরই সাথে এন আর সিং মেমোরিয়াল রুরাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি এস পি সুব্রত মন্ডল, বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য, কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরা, প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গৌতম বসু,আল্পনা দেবনাথ বসু, স্নেহাশিস চৌধুরী,প্রসূন কুমার পড়িয়া,কৃষ্ণপ্রসাদ ঘড়া, সুভাষ জানা, সোমনাথ ঘোড়াই ,নিখিলেশ সামন্ত, শুভ্রজ্যোতি মুখার্জি, অরিন্দম দাস, নরসিংহ দাস,শুভ্রাংশু শেখর সামন্ত সহ ক্যুইজ কেন্দ্রের অন্যান্য সদস্য-সদস্যাগণ। পাশাপাশি উপস্থিত ছিলেন অনুষা কালচারাল একাডেমীর সদস্য-সদস্যাসহ ক্যুইজ কেন্দ্রের অন্যান্য শুভানুধ্যায়ীরা। মৎস্যজীবী ফোরামের পক্ষে গোপাল ভূঁঞ্যাসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিষ্ঠা দিবসের কেক কাটার পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠানও এদিন অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ লোকনৃত্য উপহার দেন স্থানীয় লোক শিল্পীরা। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় ক্যুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।