Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি সুব্রত মিত্রের তিনটি কবিতা

: অন্তরালের কণ্টকসুব্রত মিত্র
ভাঙা হুইল চেয়ারটাই পড়ে আছেবাকি সব বিক্রি হয়ে গেছে স্বার্থের হাঁটেসুখের দরিয়ায় ভাসে দুনিয়ার জনস্বার্থ,নির্মিত হতে থাকে স্বপ্নের ইমারত।
কলকাকলিময় এই নতুন ভোরমৃত ঘোষণা করে ইতিহাসের পাতাগুলো,সত্যের ভীত গড়া…

 


: অন্তরালের কণ্টক

সুব্রত মিত্র


ভাঙা হুইল চেয়ারটাই পড়ে আছে

বাকি সব বিক্রি হয়ে গেছে স্বার্থের হাঁটে

সুখের দরিয়ায় ভাসে দুনিয়ার জনস্বার্থ,

নির্মিত হতে থাকে স্বপ্নের ইমারত।


কলকাকলিময় এই নতুন ভোর

মৃত ঘোষণা করে ইতিহাসের পাতাগুলো,

সত্যের ভীত গড়া ইতিহাসের মাদুরে

ছত্রভঙ্গ হয়ে খোঁজে স্বার্থের বিবাদ ভাঙা গানের কলি


কলিগুলো ভুলে ভরা।তবু খোঁজে যারা;

পরবর্তী প্রজন্মের কাছে এক অকর্মণ্য মুক্তোর মালা ওরা,

বিবাদ ভেঙে বিবাদ আসে;ঐ প্রহরের আগ্রাসে

চিরন্তন নিজ ধারায় ধেয়ে চলে পৃথিবী,

আমি তুমি বৃথা ক্রন্দন;বৃথা চেতন

মাঝে মাঝে শীর্ষে ওঠার ভাবনা থামায় আমার এই অনুভবি।

*********************

 সেই শ্রেয়সী

সুব্রত মিত্র


মহাকাব্যের প্রথম পাতায় ওঠে ভেসে তোমার চরণ

সীমানার সীমানায় কথা লিখি নিশানায়

স্থির মাঠ,

স্থির শীতল প্রভাত,

ধান কাটে গৃহস্থলী কৃষক

কুঁড়ে ঘরের পাশে দক্ষিণের ডোবায় মৎস খোঁজে বক।


বৃক্ষ পল্লব ঝিলমিল;রোদ হাসে খিলখিল

অপরূপ শৈত্যপ্রবাহ;মাঠে দাঁড়িয়ে গায় মাখে কেহ,

পুষ্প গাঁদা;রজনীগন্ধা সাদা;ফুটে আছে কিনারে কিনারে

ঘাসে ঘাসে শিশির জমে আছে চারি ধারে

গন্ধের জৌলুস খেজুরের হাড়িতে মজে


শীতকাল মহাকাল;প্রেমের কাব্যে সেরা

যত পিকনিক,নতুন প্রেম;নতুন ভালোবাসা

এমন শীতেই হয়েছিল শুরু আমার নতুন প্রেমে পড়া।


ছয় ঋতুর মহারাজ;অগ্রহায়ণের এই রূপসাজ

পল্লীর পল্লবে পল্লবে নেচে নেচে ওঠে কল্পনার রূপসী,

পুকুর ঘাট;বাজার হাট;

থেকে থেকে ভেসে ওঠে আমার সেই শ্রেয়সী।

**********************

 সম্পর্কের আয়ুষ্কাল

সুব্রত মিত্র


সম্পর্কের আয়ু বেড়ে গিয়েছে তাই আর কদর নাই

প্রাক্তন হয়ে যায় সময়

প্রাক্তন হয়ে যায় পরিচয়

প্রাক্তন হতে হতে সব পরিচিতি পরিচয় হারায়,


সেই পুরোনো অনুভব;পুরোনো পরিধেয়

সম্পর্কের গরমিলে স্বাভাবিক নিয়ম চূর্ণ হয় সহসা

নিশ্চুপ থেমে থাকে ভাষারা

সম্পর্কের আয়ু হয় দিশেহারা,


কতিপয় কম্পন ছেদন করে বাঁধন


জোরালো আওয়াজ আসে হৃদকম্পন রূপে

সয়ে নেয় কালের ধারা সব অনুধাবন

মুচকে যাওয়া সম্পর্ক ভাঙ্গা সম্পর্কের চেয়ে ঢের বেদনার

সম্পর্ক যাওয়া আসার;

সম্পর্ক কিছু পাওয়া বা না পাওয়ার


বিনিময় প্রথায় সম্পর্ক ঝুলে থাকে

ঝুলে থাকে রকমারি প্রচ্ছদের গহনা,

সম্পর্ক?

সম্পর্ক বলে কিইবা আছে?

সম্পর্ক হলো এক অদ্ভুদ মায়ায় মোড়া চেতনার মোহনা।