Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের মধ্যে শীতবস্ত্র ও দুপুরের আহার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম : রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের সিংদূহী একালায় হলদিয়া অন্য ভ্রমন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ফেসবুক গ্রুপ "আমারকার ভাষা,আমারকার গর্ব"-এর সহযোগিতায় স্থানীয় এলাকার আর্থিক দিক থেকে ক…

 


নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম : রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের সিংদূহী একালায় হলদিয়া অন্য ভ্রমন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ফেসবুক গ্রুপ "আমারকার ভাষা,আমারকার গর্ব"-এর সহযোগিতায় স্থানীয় এলাকার আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা বেশকিছু মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং পাশাপাশি দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানার আইসি প্রসূন মিত্র, এস আই অরুন লোহার,গ্রাম পঞ্চায়েতের উপ- প্রধান বাসন্তী হেমব্রম,অন্য ভ্রমণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌতম মিত্র, সুমন কল্যাণ বেরা, চিরঞ্জিত সাহু, সুজয় দাস, অর্ঘ্য দাস, অভিজিৎ মন্ডলসহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। অন্য ভ্রমনের এহেন উদ্যোগে কে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে।