Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নব নির্বাচিত ব্লক সভাপতি নিয়ে ক্ষোভ বিধায়কের

নব নির্বাচিত ব্লক সভাপতি নিয়ে ক্ষোভ বিধায়কের, শিশির অধিকারী সিদ্ধান্তে বিস্ফোরক নন্দকুমারের তৃণমূল বিধায়ক।
শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের অন্দরে ডামাডোলের মধ্যেই, শিশির অধিকারীর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানালেন তৃণমূল বিধায়ক। ৪ঠা নভেম্ব…

 


নব নির্বাচিত ব্লক সভাপতি নিয়ে ক্ষোভ বিধায়কের, শিশির অধিকারী সিদ্ধান্তে বিস্ফোরক নন্দকুমারের তৃণমূল বিধায়ক।


শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের অন্দরে ডামাডোলের মধ্যেই, শিশির অধিকারীর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানালেন তৃণমূল বিধায়ক। ৪ঠা নভেম্বর নন্দকুমার ব্লকে সভাপতি করা হয় সুকুমার বেরাকে। তার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন ব্লক সভাপতি তথা নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। এক সাংবাদিক বৈঠকে 

তিনি আজ সংবাদমাধ্যম কে জানান, উনি সভাপতি থাকলে তিনি তৃণমূল পার্টি করবে না, প্রয়োজনে বসে যাবেন। তবে তিনি বলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও রাজ্যের উচ্চ নেতৃত্ব কথা দিয়েছে দ্রুত সরানো হবো ব্লক সভাপতির পদ থেকে সুকুমার বেরা কে।

তিনি আরো বলেন সভাপতি হওয়ার পর থেকে দলীয় কর্মসূচি তে যোগ না দিয়ে শুভেন্দু অধিকারী অরাজনৈতিক সভাতে যোগ দিচ্ছেন। তাছাড়া ২০১২ সালে হলদিয়াতে তিনি অন্য দল থেকে এই দলে যোগদান করেন। তারপর ২০১৩ সালে পঞ্চায়েত সমিতির সভাপতি হন সুকুমার বেরা। মানুষের সাথে কিংবা দলের সাথে তার ভালো ব্যাবহার ছিলো না। নন্দকুমারের সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা ওনাকে মেনে নিতে পারেন নি। তাই উচ্চ নেতৃত্বদের জানিয়েছিলাম। নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই ওনাকে সরিয়ে নতুন ব্লক সভাপতি নিয়োগ করা হবে। বুধবার নন্দকুমার ব্লক এর খঞ্চিতে একটি সভা করেন বিধায়ক সুকুমার দে নন্দকুমার ব্লক এর নেতৃত্বদের নিয়ে।