Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাঁকিয়ে শীত পড়তেই তমলুক শহরের রূপনারায়ন নদীর পাড়ে বসেছে পিকনিকের আসর।

জাঁকিয়ে শীত পড়তেই তমলুক শহরের রূপনারায়ন নদীর পাড়ে বসেছে পিকনিকের আসর।
দীর্ঘ কয়েক মাস কভিদ-১৯ এর জন্য মানুষ বাড়ির বাইরে বের হতে পারেননি। তার উপর বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলতে হয়েছিল সাধারণ মানুষকে। এখন কিছুটা হলেও স্বাভাবি…

 


জাঁকিয়ে শীত পড়তেই তমলুক শহরের রূপনারায়ন নদীর পাড়ে বসেছে পিকনিকের আসর।


দীর্ঘ কয়েক মাস কভিদ-১৯ এর জন্য মানুষ বাড়ির বাইরে বের হতে পারেননি। তার উপর বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলতে হয়েছিল সাধারণ মানুষকে। এখন কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছে চলেছে সাধারন মানুষ। তাই শীতের সোনালী রোদ্দুরে নদীর ধারে রবিবার পিকনিকে মেতে ওঠে তমলুক শহরে কচিকাঁচা থেকে বয়স্ক মহিলারা।কেউ কেউ নদীর ধারে এসে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া সারছেন। কলকাতার শোভন বাবু পরিবারের সবাইকে নিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে রূপনারায়ণ নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া করলেন। একঘেয়েমি কাটাতে এবং স্বাভাবিক ছন্দে ফিরতেই চলে এলাম তমলুক শহরের রূপনারায়ণ নদীর পাড়ে এমনটাই জানালেন কলকাতা থেকে আসা শোভন চক্রবর্তী।

 মানু আদক মহারাষ্ট্রে থাকেন। দীর্ঘ চার বছর পরে তমলুকে বাপের বাড়িতে এসে সোজা রূপনারায়ণ নদীর পাড়ে, মা ছেলে মেয়ে বোন সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠেন ।

আর কয়েকদিন পরেই বড়দিন।এবারে বড়দিনে পিকনিকের আসর যে জমবে তার বলার অপেক্ষা রাখে না।