তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।দু একজন জোয়ারে আসে ভাঁটায় চলে যায় ।নাম না করে কোচবিহারের সভা থেকে কটাক্ষ ছুঁড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দিকেই।মিহির গোস্বামী রা আগেই গেছেন।গেছেন নিশীথ প্রামিনেকেরাও ।…
তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।
দু একজন জোয়ারে আসে ভাঁটায় চলে যায় ।নাম না করে কোচবিহারের সভা থেকে কটাক্ষ ছুঁড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দিকেই।মিহির গোস্বামী রা আগেই গেছেন।গেছেন নিশীথ প্রামিনেকেরাও ।তবুও মমতা বন্দোপাধ্যায় এত বিচলিত হন নি।কিন্তু শুভেন্দু অধিকারী এখন ও দল ছাড়েন নি।তৃনমূলের সদস্য পদ ছাড়েন নি।তবুও যেন তৃনমূল দল একটু বিচলিত ।
অবশ্য দলে থাকলেও তৃনমূল দলে নেই শুভেন্দু ।সে কথা দলের ছোট বড় সকল নেতাই জানেন।কল্যাণ বন্দোপাধ্যায়ের মতো নেতারা শুভেন্দু কে যেমন নাম না করে ব্যাক্তিগত আক্রমণ করেছেন।আবার কেউ কেউ শুভেন্দু সম্পর্কে স্পীক টি নট।
যদিও সূত্রের খবর শুভেন্দু অধিকারী এই শনিবার ই নাকি বিজেপি দলে যাচ্ছেন।খবর ঠিক থাকলে শুভেন্দুর পর পর আরো কিছু নেতা মন্ত্রী যে সেই পথে হাঁটবেন বলেই খবর।
শুভেন্দু ঘনিষ্ঠ কনিস্ক পান্ডা সহ বেশ কিছু নেতাকে তৃনমূল দল বহিষ্কার করেছেন কদিন আগেই।তাঁরা ও হয়তো বিজেপি দলে নাম লেখাবেন বলেই সূত্র জানাচ্ছে ।
শুভেন্দু অধিকারী নিজে দল করছেন বলে যে খবর ছিল এই মুহূর্তে সে রকম কোন খবর নেই।তবে ডিসেম্বর মাসের মধ্যেই পরিস্কার হয়ে যাবে দলবদলের পুরো ছবি।
মমতা বন্দোপাধ্যায় যাই বলুন না কেন তৃনমূল দলে জোয়ারে শুভেন্দু অধিকারী যান নি।বরং শুভেন্দু তৃনমূল দলে আসার পর যে জোয়ার এসেছে বলেই শুভেন্দু অধিকারীর অনুগামীদের দাবি।দলে যখন কোন সমস্যা তৈরি হয়েছে সেখানেই মমতার দূত হয়ে গেছেন শুভেন্দু ।
কাঁথির অধিকারী পরিবারের ওপর পূর্ব মেদিনীপুরের ভার দিয়ে তৃনমূল সুপ্রিমো খুশি ছিলেন।কিন্তু সেই পরিবারের মেজ ছেলে বিজেপি দলে নাম লেখালে সেই ভরসা তো থাকছে না।
জোয়ার ও ভাঁটা নিয়ে ই রাজনীতি ।2021 শুরু হলেই পরিস্কার হয়ে যাবে জোয়ার ভাঁটার ফলে কোন দল কতটা লাভবান ।
তবে শুভেন্দু অধিকারী বিজেপি দলে যোগ দিলে দলত্যাগীদের লাইন লম্বা হবে।
জোয়ার হয়তো আসবে কোন দলে।আবার কোথাও ভাঁটা।
জোয়ার আর ভাঁটার খবরে পশ্চিমবঙ্গের রাজনিতীর ময়দান এই শীতে যে রঙীন হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।