Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী ।

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।শুভেন্দু অধিকারী আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন।পূর্ব মেদিনীপুর থেকে সোজা চলে আসেন বিধানসভা ভবনে।সেখানে এসে তিনি সচিবের ঘরে ঢোকেন।জানা গেছে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা পত্র ও জমা দিয়েছেন।এখন শুধু সময়ের …

 


তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

শুভেন্দু অধিকারী আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন।পূর্ব মেদিনীপুর থেকে সোজা চলে আসেন বিধানসভা ভবনে।সেখানে এসে তিনি সচিবের ঘরে ঢোকেন।জানা গেছে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা পত্র ও জমা দিয়েছেন।

এখন শুধু সময়ের অপেক্ষা ।এর পর দল থেকে ইস্তফা ।সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার ই তিনি বিজেপি দলে যোগ দেবেন।শনিবার অমিত শাহ ও মেদিনীপুর যাচ্ছেন। সূত্র মারফৎ জানা গেছে সেখানে তিনি বিজেপি দলে যোগ দেবেন।
       শুধু শুভেন্দু অধিকারী একা নন।আরো বেশ কিছু নেতাও এদিন বিজেপি তে যোগ দিচ্ছেন ।

তরুন চট্টোপাধ্যায় ।