তরুণ চট্টোপাধ্যায়
তৃনমূল দলে বেসুরো বাজনাটা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই। যা দলের অন্দরে এখন বেশ কিছু নেতা মন্ত্রীর মুখেই শোনা যাচ্ছে ।শুভেন্দু অধিকারী দিয়ে শুরু হলে তা এখন আর একা তিনি নন।বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার মুখেই চলে আসছে …
তরুণ চট্টোপাধ্যায়তৃনমূল দলে বেসুরো বাজনাটা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই। যা দলের অন্দরে এখন বেশ কিছু নেতা মন্ত্রীর মুখেই শোনা যাচ্ছে ।শুভেন্দু অধিকারী দিয়ে শুরু হলে তা এখন আর একা তিনি নন।বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার মুখেই চলে আসছে দল বিরোধী মন্তব্য ।যার সারাংশ দলে নাকি কাজ করা যাচ্ছে না।গতকাল আসানসোলের জিতেন্দ্র তেওয়ারি তো আজ হাওড়ার বানী সিংহ রায় ।
কি বললেন হাওড়ার বর্ষীয়ান তৃনমূল নেতা বানী সিংহ রায় ।যিনি প্রথম দিন থেকেই তৃনমূল দলে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গী ছিলেন।শুধু পিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেই তিনি থেমে থাকেন নি।দলের নানা কাজকর্ম নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন ক্যামেরার সামনেই।
কয়েকদিন আগেই নাকি তাঁর হাওড়ার বাড়িতে যান শুভেন্দু অধিকারী ।তিনি ও শুভেন্দু অধিকারী কে দলের সম্পদ হিসাবেই ভাবেন।
যদিও অরুপ রায় বলেছেন বানী সিংহ রায় পুরানো দিনের নেতা।তিনি নিজে তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানান ।
হাওড়া জেলা তে মন্ত্রী অরুপ রায় ও আর এক মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের মধ্যে ঠান্ডা লড়াই বেশ কিছুদিন ধরেই চলছে।সূত্রের খবর রাজীবের সুপারিশেই নাকি অরুপ রায় কে জেলা সভাপতির পদ খোয়াতে হয়।সেই পদে আসেন লক্ষী রতন শুক্ল ।
এখন তৃনমূল দলে মানভঞ্জনের পালা চলছে।কখনো সৌগত রায়, কখনো পার্থ চট্টোপাধ্যায় নানা ভাবে দলের নির্দেশে বেসুরদের সঙ্গে কথা বলছেন।এবার বানী সিংহ রায়ের সঙ্গে কথা বলবেন অরুপ রায় ।যা তিনি নিজ মুখেই বলেছেন।
ভোটের আগে বার বার বেসুরোরা দলকে যে ব্যতিব্যস্ত করে চলেছেন তাতে তো কোন সন্দেহ নেই।