Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

নদী থেকে শিখলাম             প্রদীপ সেন     আগরতলা, ১৪/১২/২০
গোমতীর বুকে ভাসানো নৌকোয় বসেজিজ্ঞাসু দৃষ্টি ফেলে দেখছিলাম আর ভাবছিলাম।আবদুল মাঝির দাঁড়ে ছলাৎ ছলাৎ শব্দ। কেন জানি মনে হলো এ শুধু জল ভাঙারই শব্দ নয়এ বুঝি জলের কলতান আর নদী…

 


নদী থেকে শিখলাম

             প্রদীপ সেন

     আগরতলা, ১৪/১২/২০


গোমতীর বুকে ভাসানো নৌকোয় বসে

জিজ্ঞাসু দৃষ্টি ফেলে দেখছিলাম আর ভাবছিলাম।

আবদুল মাঝির দাঁড়ে ছলাৎ ছলাৎ শব্দ। 

কেন জানি মনে হলো এ শুধু জল ভাঙারই শব্দ নয়

এ বুঝি জলের কলতান আর নদীর আত্মকথনের

দ্বৈত রাগের মুখরা অন্তরার সুরেলা ঐকতান। 

আপাতদৃষ্টিতে নদীকে মৌন বলে মনে হলেও

আসলে তারও তো রয়েছে ভাষা অস্ফুট, নিরুচ্চার।

সন্ধানী মনের তারে বুঝি ঝংকার ওঠে। 

মনে হলো নদী যেন বলে চলে জীবনের গান। 

এই যে পার্শ্বক্ষয়, বক্ষক্ষয় 

এই ক্ষয় বাহুল্য নয়, 

বরং নদীকে গভীর করে, প্রশস্ত করে। 

পলি আর কাঁকড়ের বোঝা ঠেলে ঠেলে 

নিজেকে প্রমুক্ত রাখা। কোথায়ও রাখবে চর

কোথাও বা হ্রদ -খাঁড়ি-বাঁক।

মোহনা-সঙ্গমে সবাই তো লীন হয় একদিন 

পেছনে কৃতকর্মের দাগ থাকবে না, তা কি হয়?