Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াই এ সেবক : শুভেন্দু অধিকারী

নাম না করে তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্তের ১২১ তম জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পদে থাকা বড় বড় নেতারা আমাকে ব্যক…

 


নাম না করে তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্তের ১২১ তম জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পদে থাকা বড় বড় নেতারা আমাকে ব্যক্তি আক্রমণ করছেন বুজতে পারবেন জনগণ যখন ভোট দেবে আপনাদের অবস্থা অনিল বসু,বিনয় কোঙার আর লক্ষ্মণ শেঠদের মত হবে।

 সংবিধানের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গে ফর দ্যা পিপুল বাই দ্যা পিপুল অফ দ্যা পিপুল ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। কেন পশ্চিমবঙ্গে ফর দ্যা পার্টি বাই দ্যা পার্টি অফ দ্যা পার্টি ব্যবস্থা থাকবে। এই গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াই এ সেবক শুভেন্দু অধিকারী থাকবে। যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে  তারা শুনে রাখুন মানুষ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। শুভেন্দু অধিকারী কোনো পদের লোভ করেন না। মন্ত্রীত্ব ছাড়ার পর আমার সভাতে লোক আসছে এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আছে। এই সভায় শুভেন্দুর মন্তব্যের পর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।