Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন দৈনিক কবিতা প্রতিযোগিতা।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - প্রতিশ্রুতি।কবি - অরিজিতা ঘোষ।তারিখ- ২৩.১২.২০২০.
শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি।জীবনের সাত পাকের মত প্রতিশ্রুতির সাত পাকে ঘুরে বেড়ানো আজীবন।প্রতিশ্রুতির উ…

 


সৃষ্টি সাহিত্য যাপন দৈনিক কবিতা প্রতিযোগিতা।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - প্রতিশ্রুতি।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ- ২৩.১২.২০২০.


শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি।

জীবনের সাত পাকের মত প্রতিশ্রুতির সাত পাকে ঘুরে বেড়ানো আজীবন।

প্রতিশ্রুতির উঁচু পাঁচিলে কতই পরে প্লাকাট, হয় কত স্বপ্নের উদয়।

যে স্বপ্নের উপর ভর করে বসে রাজার সিংহাসন।

কিন্তু সবই থেকে যায় প্রতিশ্রুতি, স্বপ্ন হয় মরিচিকা,একবার আলো দেখিয়ে হয় অদৃশ্য।।

তবু মানুষ ভোলে প্রতিশ্রুতির কথায়,দেখতে চায় জীবনে আলোর দিশা।

ধরতে চায় প্রতিশ্রুতির হাত,যে হাত ধরে সে চলবে জীবনের পথ।।

কিন্তু ঝুলি থেকে যায় নিঃস্ব,তার জায়গায় জমা পড়ে কষ্টের কালো পাতা।

যে কালো পাতায় পড়ে না কালির আঁচড়,পড়ে না সহানুভূতির হাত।

শুধু জমা পড়ে পুড়ে যাওয়া স্বপ্নের ভষ্ম,আসে অভুক্ত চোখের চাহনী।।

স্বপ্ন দেখা কি সত্যিই ভুল? নাকি কাউকে ভালবেসে তার প্রতিশ্রুতিতে বিশ্বাস করা?

সবই আজ গোলকধাঁধা,যে গোলকধাঁধায় আছে হাজারো পথ,শুধু নেই সেই হাত।

যে হাত ধরে মানুষ পাবে বাঁচার স্পৃহা,জীবনে আসবে সুর,আসবে সুগন্ধি ফুলের গন্ধ।।

তবুও আমরা মানুষ,যে চায় ভালবাসতে,বিশ্বাস করতে।

বিশ্বাস করে প্রতিশ্রুতির ভালোবাসায় নিজেকে বাঁধতে।।

কিন্তু ছলনার স্বীকারে সবই হয় নষ্ট,স্বপ্নের প্রাসাদ যায় ভেঙ্গে।

আর সেই স্বপ্নের টুকরো কাঁচে ক্ষতবিক্ষত হয় মনের দেওয়াল।।

তাই আজ সবই লাগে মিথ্যে,কোনটা সত্যি,কোনটা অসত্যি তার বিচারে চায়না মন যেতে।

মন চায় নিশ্চিন্তের দুমুঠো ভাত,আর প্রতিশ্রুতির সেই হাত,যা যাবেনা কোনদিন ছেড়ে।।

---------------*---------------