Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

""কবি তোমার অমলকান্ত এবং ------'
কাশীনাথ মালিক 
25/12/2020
কবি তোমার অমলকান্তি আজও রোদ্দুর হতে চাই রোদের আলোয়  অঙ্কুরিত হবে তুষার বীজ তোমার আলো, বাতাস বৃষ্টির ছোঁয়ায় কচ্চি পাতা মেলে এগিয়ে আসছে আগামীর শপথ ।তোমার অমলকান্…

 


""কবি তোমার অমলকান্ত এবং ------'


কাশীনাথ মালিক 


25/12/2020


কবি তোমার অমলকান্তি আজও রোদ্দুর হতে চাই

 রোদের আলোয়  অঙ্কুরিত হবে তুষার বীজ 

তোমার আলো, বাতাস বৃষ্টির ছোঁয়ায় কচ্চি পাতা মেলে এগিয়ে আসছে আগামীর শপথ ।

তোমার অমলকান্তি আজও পথ চেয়ে থাকে, --'

মনুষ্যত্বের বিজয়ী পতকার উষ্ণ আলিঙ্গনে 

 সে আজও অলস অর্থগামী ঝড়ের  ডুবন্ত নৌকার যাত্রী

শেষ অধ্যায়ের একমাত্র নায়ক ।

পৃথিবী জুড়ে বাঁচতে শেখার ফর্মান 

তোমার উদাত্ত শব্দে গন্ধে মাতোয়ারা 

পোয়াতি কলমের পেটে শব্দরা আজও জন্ম উন্মুখ, 

অমলকান্তি রোজ রোজ রাতের শেষে   

মাটির ভেতর থেকে, ছেঁকে নেয় শব্দ মালা

বর্ণমালার ঘামের গন্ধ , সাহসী প্রদীপ জ্বালে অভাবের সংসারে, কচ্চি সত্যের পথ চেয়ে ।

অমলকান্তি আজও সাহসী নাংটো ছেলেটা খোঁজে 

ভরাট মিছিলের মাঝে ,সোনালী রোদে পুড়ে 

উলঙ্গ সমাজের ,উলঙ্গ শরীরের ,উলঙ্গ রাজা

একা একা বসে থাকা কবিতার  জন্মদিনে।

কবি তোমার  শিকড়ের উপত্যকায় 

কৌশিক জলাণুই  আমরা পরজীবী  

তোমার শব্দ বিছানো চাদরে এলিয়ে 

এখন আমরা শব্দের চাষ করি ,--


কবি তুমি বটবৃক্ষ, তোমার শীতল বাতাসে

শান্তির নিশ্বাস নিয়ে,অনেক অনেক 

 অমলকান্তি আজও রোদ্দুর  হতে চায়

তোমার শব্দের বৃষ্টিতে ভিজতে ভিজতে ।