Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

তারিখ- ২৫-১২-২০২০শেকল ভাঙার গান---------------------------জহিরুল হক বিদ্যুৎ
যুগের দস্যিপনায় লুণ্ঠিত বিবেকের চোখে আমরা যেন আঁধারের দাসত্বকেই মেনে নিয়েছি।সময়কে যুগেযুগে মুঠোবন্দি করেছে প্রযুক্তির উৎকর্ষ,তবু পরিধানের কাপড়গুলো ছোট হতে…

 


তারিখ- ২৫-১২-২০২০

শেকল ভাঙার গান

---------------------------

জহিরুল হক বিদ্যুৎ


যুগের দস্যিপনায় লুণ্ঠিত বিবেকের চোখে 

আমরা যেন আঁধারের দাসত্বকেই মেনে নিয়েছি।

সময়কে যুগেযুগে মুঠোবন্দি করেছে প্রযুক্তির উৎকর্ষ,

তবু পরিধানের কাপড়গুলো ছোট হতে হতে

ফিরে গেছে আদিম যুগের প্যাটার্নে।

থরে থরে সাজানো কংক্রিটের নিরেট ইমারত

বিষণ্ণতার চৈতি-হাওয়ায় লণ্ডভণ্ড ভেতরের আসবাবপত্র

আমরা কিনে নেই মুক্তির বারতা দাসত্বের সনদে!!


কবিরা চেঁচিয়ে ওঠে কলমে ও কণ্ঠে ---

"মুক্তি চাই মুক্তি চাই

মানবতার মুক্তি চাই!"

শব্দগুলো দ্রোহের ঝড় তুললেও--

স্লোগানের ধ্বনিতে আকাশে শুধু খানিকটা মেঘ জমে

অভিমানি মেঘের কান্নায় ভিজে ওঠে এদিকওদিক;

আবারো দুর্বৃত্তের খররোদে পুড়ে খাক হয় 

নিরীহ মানুষের স্বপ্নভরা মুক্তির উঠোন।

প্রতিদিন কোটি কোটি শব্দ জেগে ওঠে

লক্ষ লক্ষ কবিতারা ক্লান্ত দুপুরে কথা বলে ওঠে

শেকল ভাঙার গানে তন্দ্রা ভাঙাতে চায় স্বপ্নচারিণীর।

আমরা বিবেকের মুখোমুখি দাঁড়াতে পারি না

লোভের কাছে দাসত্ব মেনে নিয়েছি বলে।

স্বদেশপ্রেমে যারা জীবন্ত-ইতিহাস হতে পারতো

তারা অনেকেই দুর্নীতির দাসত্বে মাথা নত করেছে।

ভালোবাসারাও আজকাল নির্মলতার খোলস ছেড়ে 

দাসত্ব মেনে নিয়েছে ছলনার কাছে!

বিবেককে রক্তাক্ত করে আমরা শুধু ফিরে যাই 

অধুনিক থেকে মধ্যযুগে, মধ্য থেকে আদিমযুগে;

আমরা কিনে নেই মুক্তির বারতা দাসত্বের সনদে!!