Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

অস্তরাগ:—প্রশ্নটা সারাক্ষন ঘড়ির কাঁটার মতো ঘোরে ! উত্তরের অপেক্ষায় দিন ভেসে যায়....দূরে... বহুদূরে৷উত্তরোত্তর বেড়ে চলে উত্তরের আকাঙ্ক্ষা ! অবাধ্য মনের শিকল খোলা দরজার বাইরে,তখন ক্লান্ত রোদের বিস্তৃত শাখা প্রশাখা ৷তবু কেন এমন হলো …

 


অস্তরাগ:—

প্রশ্নটা সারাক্ষন ঘড়ির কাঁটার মতো ঘোরে !

 উত্তরের অপেক্ষায় দিন ভেসে যায়....দূরে... বহুদূরে৷

উত্তরোত্তর বেড়ে চলে উত্তরের আকাঙ্ক্ষা !

 অবাধ্য মনের শিকল খোলা

 দরজার বাইরে,

তখন ক্লান্ত রোদের বিস্তৃত 

শাখা প্রশাখা ৷

তবু কেন এমন হলো ??

 বিনিদ্র রাত পোহালো,

ভোর হলো.. 

কিন্তু আমার কাছে আসেনি সে ভোর !

দিন চলে গেছে,

জেগেছিল রাত....

উন্মত্ত আঁধারে খুলেছিলো বাহুডোর ৷

জীবনের খোলা পাতায় অনেক কিছুই তো পড়ে আছে,

রোদের হাসি,বৃষ্টির কান্না.. অনেক কিছু...অনেক কিছুর স্মৃতি,

খানিকটা সঞ্চয় লুকোনো ব্যথার মাঝে ৷


তবু কেন স্মতির প্রহরী'র চোখের অনলে 

মনের সীমানা বন্ধ ??

বেঁচে আছি শুধু মৃত স্মৃতির পোড়া ছাই নিয়ে,

নিহত দিনের চিতার আগুনে মন্দ ভালোর দ্বন্দ্ব !


রয়ে গেছে যেটুকু জীবিত সঞ্চয়,তা শুধুই অনর্থক ধ্বংসাবশেষ ৷

উথাল পাথাল জীবন তরঙ্গে,

 তারাই শুধু ছুঁতে পারে

অর্থহীন অর্থে'র শ্লেষ ৷  

 শুষে নেয় তারা,

পড়ে থাকা জীবনের ধুসর বিবর্ণ রঙ !

অস্পৃশ্যতার দোহাই দিয়ে ছোঁয় না কখনও কিছু..

মুখ...মুখোশ অথবা..

সেজে থাকা অকৃত্রিম সং ৷


নিজের সাথে নিজেই বিদ্রোহ করি...মনটাকে করি তোলপাড় !

মৌনতার ভাষা নিয়ে ছুঁয়ে যাই চলে,

ঢলে পড়া গোধূলির মেঘ...বারবার !


হে জীবন,সূর্যের জ্বলন্ত অঙ্গার রেখা দিয়ে মুছে দাও একবার...শুধু একবার,

বৃষ্টি'র কান্নার দাগ !!

হে জীবন ,তবু কেন তুমি বলছো না..হেটেছো অনেকটা...ক্লান্ত তুমি,

এবার একটু জিরিয়ে নাও 

 বৈশাখের তপ্ত দুপুরে,

শাখাপ্রশাখায় বিস্তৃত ছায়া'র অন্তঃপুরে,

ভাসিয়ে দাও দহনের ক্ষত নিয়ে ফুঁসে ওঠা রাগ !


প্রজাপতি ..চেয়ে

দেখ অন্য ডালে ফুটে আছে ফুল ৷

হে জীবন,দাও একটু অবকাশ ,

সঞ্চয়ের ভান্ডারে 

আছে পড়ে,  

পুঞ্জীভুত অভিমানে ঢাকা ভুল !


হে জীবন..ক্লান্ত পথিক আমি,

দিশাহীন বিদ্রোহের আগুন জ্বেলে...

তবু পোড়াবো সে মেঘ ৷

ভাসাবো সেই পোড়া ছাই এক বুক ভরা সমুদ্রে,

থামিয়ে দেবো দিশাহীন বাতাসের বেগ ৷


রাঙিয়েছে আমাকে 

এখন পড়ন্ত বিকেলের আভা ৷

ভেবেছিলাম যাকে নবসূর্যোদয়,

মুছে দেবে যে রাতের চাদরে ঢাকা,

সঙ্কটাপন্ন অস্তিত্বের দাগ ৷

হে জীবন ...আমার অজান্তে

ভাঙিয়ে সে ভ্রান্তি আমার,

 লিখেছো কখন উত্তর পত্রে,

এ তো নয় সূর্যোদয়,

এ শুধুই পড়ন্ত বিকেলের অস্তরাগ !!!!!

দেবাশিস্ বসু