সম্পর্কগৌরী রায়চৌধুরীতারিখঃ ৩০/১১/২০২০*********************************জ্বালা ছিল বলেই তো অন্তরের দীপ জ্বলেছিল রাতের অনুভূতিতে না হয় অন্তরে তুমি থেকো।হয়নি মলিন আলো একমুখী রাত এনে দিল শব্দের সিঁড়িতে থাক ভাষা শুধু'ই চরণে রেখো …
সম্পর্ক
গৌরী রায়চৌধুরী
তারিখঃ ৩০/১১/২০২০
*********************************
জ্বালা ছিল বলেই তো অন্তরের দীপ জ্বলেছিল
রাতের অনুভূতিতে না হয় অন্তরে তুমি থেকো।
হয়নি মলিন আলো একমুখী রাত এনে দিল
শব্দের সিঁড়িতে থাক ভাষা শুধু'ই চরণে রেখো ৷
চাঁদের আলোয় স্নিগ্ধ স্পর্শ বিলোতে বলেছিলে
তাতে অমলিন ছিলো প্রদীপের নিভু নিভু রেশ ৷
নৈঃশব্দের আঙিনায় একটি বিশেষ মাত্রা দিলে
সম্পর্কের অহেতুক টানাপোড়েনের দ্যোতনা বেশ৷
আমার ভিতর ঘরে মন পুড়েছে অঙ্গারে কালো
মনের গভীরে ডুব তবু স্মৃতি খানি রয়ে যায়...
কিছুটা বলা না'হয় অব্যক্ত থাক সেটাই ভালো
জানি হাতড়ে বেড়াই মিলায় অকরুণ কান্নায় !
স্বচ্ছতোয়ার ধারেই শিশু নরম ঘাসের ক্ষয়
শবনমে ভেজা রাত,পরিশ্রান্ত পাখি, ভোর হয়।
~~~~~~~~