Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শব্দ পথ পত্রিকার ২৫ বছর পূর্তি

তমলুকের রূপনারায়ন নদীর পারে শব্দপথ পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ অনুষ্ঠিত হয়ে গেল "রূপনারায়ন কবিতা উৎসব '২১।""রূপনারায়নের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।"- কবি শম্ভু রক্ষিত মঞ্চে শব্দপ…

 


তমলুকের রূপনারায়ন নদীর পারে শব্দপথ পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ অনুষ্ঠিত হয়ে গেল "রূপনারায়ন কবিতা উৎসব '২১।"

"রূপনারায়নের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।"- কবি শম্ভু রক্ষিত মঞ্চে শব্দপথ উৎসব সংখ্যা ১৪২৭এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ও আমন্ত্রিত কবিরা কবিতা পাঠ করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি অজিত বাউরী। কবি শম্ভু রক্ষিতকে স্মরন করে বক্তব্য রাখেন কবি নিতাই জানা। এছাড়াও উপস্থিত ছিলেন গুনী ব্যক্তি গন।

পত্রিকার সম্পাদক প্রদীপ্ত খাটুয়া বলেন, শব্দপথ পত্রিকার ২৫ বছর পূর্তির সূচনা পর্বের অনুষ্ঠান হচ্ছে। এখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার কবিরা এসেছেন। আগামী ডিসেম্বরে প্রথম সপ্তাহে সমাপ্তি অনুষ্ঠান হবে। পাঁচ জন কবিকে অর্থমূল্য দিয়ে সম্মানিত করা হবে। এ ছাড়াও পাঁচ টি লিটিল ম্যাগাজিনকে ও পুরস্কৃত করা হবে।"

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্চালক কৌশিক অধিকারী এবং কবি আশিষ মিশ্র।