হলদিয়ায় নেতাজী মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি উৎসব-২০২১ এর শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে।উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌর প্রশাসন সুপ্রকাশ গিরি,হলদিয়া পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল আজগর আলি,চেয়ারম্যান-ইন-…
হলদিয়ায় নেতাজী মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি উৎসব-২০২১ এর শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে।উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌর প্রশাসন সুপ্রকাশ গিরি,হলদিয়া পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল আজগর আলি,চেয়ারম্যান-ইন-কাউন্সিল আজিজুল রহমান প্রমুখ।এদিন প্রদ্বীপ প্রজ্জ্বলন করে সম্প্রতি উৎসবের উদ্বোধন করেন সুপ্রকাশ গিরি।
স্থানীয় ছয়টি স্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্মান জানানো হয়।এছাড়াও করোনা যোদ্ধাদের সস্মান জানানো হয়।দশদিন ধরে চলবে এই মেলা।প্রত্যেকবছর এই মেলায় স্থানীয় মানুষের ভীড় থাকে চোখে পড়ার মতো।কিন্তু গতবছর করোনার ত্রাসে বন্ধ ছিল এই মেলা।এবার আবার পুনরায় চালু হওয়ার ফলে এলাকা জুড়ে খুশির হাওয়া বইছে।