Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লড়াই এবার জমে গেল।ভোট যুদ্ধে বিজেপি তৃনমূল মুখোমুখি

তরুন চট্টোপাধ্যায় ।জমে গেল বঙ্গের ভোট।আজ যারা পদ্ম পথে হাঁটলেন তাদের স্বচ্ছ ভাব মূর্তির কথা বঙ্গের জনগন জানেন।তাই তৃনমূলের কাদা ছোড়াছুড়ি করেন যে নেতারা তাঁদের আর কিছু বলার নেই।রাজীব বন্দোপাধ্যায় এই মুহূর্তে বঙ্গের রাজনীতির সব থেক…

 


তরুন চট্টোপাধ্যায় ।

জমে গেল বঙ্গের ভোট।আজ যারা পদ্ম পথে হাঁটলেন তাদের স্বচ্ছ ভাব মূর্তির কথা বঙ্গের জনগন জানেন।তাই তৃনমূলের কাদা ছোড়াছুড়ি করেন যে নেতারা তাঁদের আর কিছু বলার নেই।

রাজীব বন্দোপাধ্যায় এই মুহূর্তে বঙ্গের রাজনীতির সব থেকে স্বচ্ছ নেতাদের একজন।সেই রাজীব দলত্যাগ করে আমিত শাহের হাত থেকে বঙ্গ বিজেপির দায়িত্ব বুঝে নিলেন।

সাংবাদিক প্রবীর ঘোষাল যাকে মমতা বন্দোপাধ্যায় দলের টিকিট নিজে দিয়ে ছিলেন রাজনিতীর হাতে খড়ি করিয়েছিলেন ।তিনি ও তৃনমূল থেকে মুখ ঘুরিয়ে বিজেপি তে।

বালির বিধায়ক বৈশাখী ডালমিয়া দল থেকে বহিষ্কার হয়ে হাসতে হাসতে বিজেপি দলে।

রথীন চক্রবর্তীর মতো মানুষ তিনিও তৃনমূল দল ছেড়ে বিজেপি দলে।

রুদ্রনীল ঘোষ কে বিমান বন্দর পর্যন্ত দেখা গিসলো।তাঁকে নিয়ে ধন্দ চলছে।তবে কি তিনি চার্টার্ড প্লেনে উঠতে পারেন নি।

তৃনমূল দলে থাকা যাচ্ছে না বলেই কি নতূন দলে এনারা সবাই চলে গেলেন।জননেতা শুভেন্দু অধিকারী আগেই বিজেপি দলে নাম লিখিয়েছেন আর এখন তিনি বিজেপির মুখ হয়ে উঠেছেন।তৃনমূলের সব আক্রমণ এখন তাঁকে ঘিরেই।আগামী কাল হাওড়ার ডুমুর জলা স্টেডিয়ামে এদের চার জনকেই দেখা যাবে বলে সূত্রের খবর।রাজীব বন্দোপাধ্যায় কি বলেন তা জানতে তৃনমূল ও আগ্রহী ।

রাজীব বন্দোপাধ্যায় বলেন কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই।মানুষের জন্য কাজ করেছি।ভবিষ্যতেও করবো।

বৈশাখী ডালমিয়া বলেছিলেন দলে উই পোকার কথা।

একুশের ভোটে বিজেপির শুভেন্দু আর রাজীবের সঙ্গে সরাসরি লড়াই তৃনমূল দলের।

যত দিন যাচ্ছে তৃনমূলের ঘর ফাঁকা করে বিজেপির ঘর ভরাচ্ছেন অনেকেই।

যদিও সুব্রত মুখোপাধ্যায় বলেন দল ছেড়ে এরা চলে গেলেও কোন ক্ষতি হবে না।দল জিতবে।

কিন্তু শুভেন্দু ও রাজীব বিরোধী দলে নাম লেখাতে তৃনমূল দল আজ সত্যি বিপাকে।

কল্যাণ বন্দোপাধ্যায় বা মদন মিত্র কে দিয়ে এদের বিরুদ্ধে বিষোদগার করছেন তৃনমূল ।কিন্তু দুই বড় নেতা দল ছাড়া তে একটু অসুবিধা হবে বলেই অনুমান ।

পার্থ সারথী চট্টোপাধ্যায় ও তৃনমূল ছেড়ে বিজেপি তে যোগ দিলেন।

এবার ভোট জমলো বলে।

কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহের বাড়িতে বৈঠক চলছে রাজীব সহ বাকি নেতার।অমিত শাহ নিজেই তাঁদের সঙ্গে আলোচনা করছেন।

রুদ্র নীল কে নিয়ে ধন্দ ছিল তিনিও অমিত শাহের বাড়িতে সভায় যোগ দেন।

কৈলাস বিজয় বর্গীয় সবাই কে নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলেন।

সভা শেষে রাজীব বন্দোপাধ্যায় বলেন আলোচনা সদর্থক ।কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে সোনার বাংলা গড়তে আর অসুবিধা থাকবে না।মুকুল রায় নিজেও এই সভাতে উপস্থিত ছিলেন।যে রুদ্রনীল কে প্রথম ছবিতে দেখা যায় নি।তাকেও দেখা গেল বিজেপি তে যোগদান করে বেরিয়ে এলেন।যদিও তৃনমূল রুদ্রনীল কে দেখতে না পেয়ে সিবিআই তদন্ত চাইছিলেন।এখন আর কোন কথা নেই।

উন্নয়ন যেন ব্যক্তি বিশেষের না হয়।আর সেই জন্য বিজেপি দলে ।বললেন অভিনেতা ও পরিচালক রুদ্রনীল ঘোষ।

মানুষের স্বার্থে কাজ করতে তৃনমূল ছেড়ে বিজেপি দলে এলেন রাজীব বন্দোপাধ্যায় ।

বাংলা কে সোনার বাংলা গড়তে বিজেপিতে।বললেন বৈশাখী ডালমিয়া ।

হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে আগামী কাল ভারচুয়াল বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কালকের সভাতে আরো অনেক যোগদান হবে বলে বিজেপি সূত্রের খবর।

আর কি কি চমক আছে এটি দেখবার জন্য বাংলার মানুষ উদগ্রীব হয়ে আছেন।প্রথম দিনেই অমিত শাহের কাছে বাংলার জন্য প্যাকেজ চাইলেন রাজীব বন্দোপাধ্যায় ।

তৃনমূল অবশ্য চার্টার্ড বিমান নিয়ে নানা সমালোচনার কথা বলছেন।

রাজীব ও বৈশাখী দুজনেই চান নিজের কেন্দ্রে ভোটে দাঁড়াবেন যদি দল সন্মত হয়।এদিকে কল্যাণ বন্দোপাধ্যায় আগেই বলেছেন রাজীব সাহস থাকলে ডোমজুড় কেন্দ্র থেকে দাঁড়াক।আসলে রাজীব বন্দোপাধ্যায় যে কল্যাণ কে এখান থেকে সাংসদ করেছেন একথা বলছেন এই কেন্দ্রের মানুষ ।

জমে গেল বঙ্গের ভোট।লড়াই এবার ইঞ্চিতে ইঞ্চিতে ।