Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শ্রমিক মেলা

দুইদিনের শ্রমিক মেলা শুরু হল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লক এর ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল মাঠ প্রাঙ্গনে।
করোণা পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রবিবার শ্রমিক মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের রাষ্ট্…

 


দুইদিনের শ্রমিক মেলা শুরু হল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লক এর ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল মাঠ প্রাঙ্গনে।


করোণা পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রবিবার শ্রমিক মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার নির্মল কুমার মাজি। উপস্থিত ছিলেন নন্দকুমার এর বিধায়ক সুকুমার দে, নন্দকুমার ব্লক উন্নয়ন আধিকারিক শ্রীমতি শানু বক্সী, সহ সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। শ্রমিক মেলায় হাজির হয়েছিলো তমলুক মহাকুমা শ্রম দপ্তরের সাতটি ব্লক দুটি পৌরসভা এলাকার অগণিত অসংগঠিত শ্রমিক।তাদের মধ্যে নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, বিশেষত মহিলা শ্রমিকরাও উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের শ্রমদপ্তর এ উদ্যোগে গত ২০১২ সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাস ব্যাপী সামাজিক সুরক্ষা মাস উদযাপন হয়ে আসছে। শুধু তাই নয় গত ২০১৬ সাল থেকে আরম্ভ হয়েছে শ্রমিক মেলা। সারা বছর বিভিন্ন সময়ে শ্রম আইন,বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প ও প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করে তোলার জন্য বিভিন্ন সময় সচেতন শিবিরের আয়োজন করা হয়।পথসভা ও সুসজ্জিত ট্যাবলেট মাধ্যমে প্রচার এর ফলে অসংগঠিত শ্রমিকদের অধিকার সুরক্ষিত হচ্ছে।



২০২০-২০২১ আর্থিক বছরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ২৫৭৬জনকে ২,১৮,০২,৮০৬টাকা অনুদান দেওয়া হয়েছে। শ্রমিক মেলা অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্র মন্ত্রী ডাক্তার নির্মল কুমার মাঝি উপভোক্তাদের হাতে চেক প্রদান করেন।