Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবাহ বার্ষিকীতে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : চেনা ছকের একটু বাইরে গিয়ে সমাজসেবা মূলক কাজের মধ্য দিয়ে নিজেদের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা শুভজিৎ মন্ডল ও সুস্মিতা সিংহ মন্ডল। শুভজিৎ মন্ডল বেলদা গ্রা…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : চেনা ছকের একটু বাইরে গিয়ে সমাজসেবা মূলক কাজের মধ্য দিয়ে নিজেদের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা শুভজিৎ মন্ডল ও সুস্মিতা সিংহ মন্ডল। শুভজিৎ মন্ডল বেলদা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং তাঁর স্ত্রী সুস্মিতা সিংহ মন্ডল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন।রবিবার বিবাহ বার্ষিকীর দিন সকালে মন্ডল দম্পতি হাজির হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামে। সেখানে তাঁরা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ৫০ জন কচিকাঁচার হতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভজিৎবাবুর বাবা জ্যোতিরাম মন্ডল, পরিবেশ কর্মী শিক্ষক মনিকাঞ্চন রায়, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস।এই কর্মসূচি রূপায়ণে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় সমাজসেবী জগন্নাথ পাত্র,চন্দন সিং,রাজ দাস,সুজন রায় প্রমুখ। শিক্ষা সামগ্রী পেয়ে খুশি হয় কচিকাঁচারা। অন্যদিকে নিজেদের বিবাহ বার্ষিকীর দিনের কিছুটা সময় কচিকাঁচাদের সাথে কাটাতে পেরে খুশি মন্ডল দম্পতি।