Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা-২৯দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগ - কবিতাবিষয় - বিশ্বায়নশিরোনাম - ওরা বেঁচে আছে লড়াই করে#কলমে_পিয়ালী_চক্রবর্তীতারিখ - ১৩/০১/২০২১
ওরা বেঁচে আছে লড়াই করে 
ওরা বেঁচে আছে, শতকষ্টের মাঝে,লড়াই চালিয়ে সকাল থেকে সাঁঝে,ম…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা-২৯

দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগ - কবিতা

বিষয় - বিশ্বায়ন

শিরোনাম - ওরা বেঁচে আছে লড়াই করে

#কলমে_পিয়ালী_চক্রবর্তী

তারিখ - ১৩/০১/২০২১


ওরা বেঁচে আছে লড়াই করে 


ওরা বেঁচে আছে, শতকষ্টের মাঝে,

লড়াই চালিয়ে সকাল থেকে সাঁঝে,

মাথার ওপর কাঠফাটা রোদ্দুরে,

জীবনের কাছে তারা ভবঘুরে ।


ওদের চাহিদাই বা কতটুক! 

যাহা পায়, তাহা খায় জোটে যেটুক ।

কঠোর জঠর জ্বালা পোড়ায় শরীর,

ক্লান্ত শরীর শ্রান্ত মন জীবন অস্থির ।


যদিও বা জোটে অন্ন, বাসস্থান নাই,

কাঁদে পড়ে ফুটপাথে ছোট বোন - ভাই ।

মা, মা করে অস্থির কচি কচি প্রাণ,

কেন হায় নেই তাদের কোনো স্থান!!!


শীতকালে পরনের কাপড় শতছিদ্র,

দেখে মন কাঁদে মোর, চোখ হয় আর্দ্র,

একফালি গামছা গায়ে যুবতী নারী,

লোলুপ চোখে দেখে ধর্ষণকারী ।


সারাদিন রোদে পোড়া জলে ভেজা চাই,

যদি হয় অসুস্থ ঘরেতে অন্ন নাই ।

রাস্তা পেরোতে গিয়ে অনাহারী ছেলে,

ট্রাকের তলায় দেহাবশেষ তার মেলে ।


কবে হবে তাদের এ কষ্টের অবসান! 

কবে তারা পাবে ঈশ্বরের বরদান ! 

কবে জুটবে তাদের থালাভরা ভাত !

জীবন থেকে ঘুচে যাবে মিশকালো রাত!

© Piyali Chakravorty