Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা -- ২৯
গদ্য কবিতা -- দ্রোণাচার্য শ্যামল ব্যানার্জী ১২/০১/২০২১
মহাকালের রোষানলে সেই তুমি কবর থেকে উঠে এলে।কত সহস্র শতাব্দী তুমি পার পেয়ে গেছো।হয়নি বিচার তোমার হে দ্রোণাচার্য। আজ জনতার দরবারে একবার দাঁড়াও।অনেক অভ…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা -- ২৯


গদ্য কবিতা -- দ্রোণাচার্য 

শ্যামল ব্যানার্জী 

১২/০১/২০২১


মহাকালের রোষানলে সেই তুমি কবর থেকে উঠে এলে।

কত সহস্র শতাব্দী তুমি পার পেয়ে গেছো।

হয়নি বিচার তোমার হে দ্রোণাচার্য। 

আজ জনতার দরবারে একবার দাঁড়াও।

অনেক অভিযোগ তোমার বিরুদ্ধে তোলা আছে।

হে দ্রোণাচার্য, তুমি তো আসলে এক প্রতিহিংসা পরায়ণ কপটাচারী।

বিরাট রাজের ক্ষতি সাধনে তৎপর তুমি 

হিংসার অনলে ব্রাহ্মণ্য দীক্ষা গেছো ভুলে।

রাজাশ্রয়ী এক বেতন ভুক কর্মচারী হয়ে 

আমলাতান্ত্রিক এক চরিত্র মাত্র ছিলে।

মনে করে দেখো, তোমার পক্ষ পাতিত্ব, 

তোমার অসম দৃষ্টি পাতে বঞ্চিত কৌরব প্রতিপক্ষ। 

আসলে, তুমি স্বার্থান্বেশী এক বিপথ গামী রাজ কুলের প্রতিপালিত চরিত্র। 

আচ্ছা বলোতো, সত্যিই কি তুমি মহান ছিলে কোনোদিন। 

আমার চোখে তুমি এক মস্ত প্রতারক।

ভন্ড গুরুর মহিমায় মহিমান্বিত হয়েছো চিরকাল। 

নির্লজ্জের মতো দ্রৌপদীর বস্ত্র হরণ দেখতে পারো।

আসলে তোমার চরিত্রটা ছিলো কায়েমি স্বার্থে আজকের পুলিশের মতো।

হে দ্রোণাচার্য, তোমার বিচার এক লব্যের প্রতি অন্যায়ের।

শোষনের, নির্যাতনের। 

কতটা নির্লজ্জ, অমানবিক নিষ্ঠুর ছিলে তুমি 

একবার ভাবো।

স্বজন পোষোনে, একলব্যের আঙ্গুল কেটে নিলে তুমি।

কতটা হিংস্র, কতটা অমার্জনীয় অপরাধ করেছো তুমি, 

বলতে পারো কেন?

একলব্য দলিত ছিলো বলে? 

আসলে, তুমি দ্রোণাচার্য, কপটাচারী জঘন্য এক

আমলা মাত্র, শাসন যন্ত্রের।